খেলা

ভারতের সেনাদের স্যালুট জানালেন সেহয়াগ, বিরাট, অনুষ্কা ও নীরজ

Sehwag, Virat, Anushka and Neeraj salute Indian soldiers

Truth Of Bengal: ভারত বনাম পাকিস্তান দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ বাড়ছে। ইতিমধ্যেই ভারত পহেলগাঁও হামলার পর ‘অপারেশন সিঁদুর’-র মাধ্যমে পাকিস্তানে জঙ্গী ঘাঁটি ধ্বংস করে দিয়েছে। তারপর গত দু-দিন ধরে ক্রমাগত ভারতের ভূ-খন্ড লক্ষ্য করে পাকিস্তান ড্রোন হামলা চালালেও তার পাল্টা জবাব দেয় ভারতীয় সেনারাও।

এরপরই ভারতীয় সেনাদের ভূমিকায় স্যালুট জানান প্রাক্তন জাতীয় ক্রিকেটার বীরেন্দ্রর সেহওয়াগ, সোশ্যাল মিডিয়ায় বীরু লেখেন ‘পাকিস্তান যখন চুপ থাকার কথা, তখন তা না করে যুদ্ধের পথকেই বেছে নিয়েছে। তারা সন্ত্রাসবাদীদের মদত দিয়ে তাদের রক্ষার জন্য অনেক বেশি রক্ষা করার দায়িত্ব নিয়েছিল। কিন্তু ওরা যদি ভাবে আমাদের সেনারা চুপ করে বসে থাকবে, তা নয়। ভারতীয় সেনারা এমন মার মারবে, যা পাকিস্তান জীবনে কখনও ভুলতে পারবে না।’

সেহয়াগের মত পাকিস্তানের এই ভূমিকার কড়া সমালোচনা করে দেশের সেনাদের কুর্নিশ জানিয়েছেন অলিম্পিকে ভারতের পদকজয়ী জ্যাভলার নীরজ চোপড়া। সোশ্যাল মিডিয়াতেই নীরজ সেনাদের সমর্থন করে লেখেন, ‘আমি গর্বিত, আমারদের সেনাদের জন্য। যাঁরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিজেদের জীবনকে বাজি রেখে গোটা জাতিকে রক্ষা করছে। আসুন আমরা সবাই মিলে এই সময় নিজেদের দায়িত্ব পালন করি।’

খেলোয়াড়দের পাশাপাশি এবার দেশের সেনাদের কুর্নিশ জানাতে ভুললেন না তাঁদের পত্নীরাও। বিরাটপত্নী অনুষ্কা ইন্সটাতে দেশের সেনাদের সমর্থনে লেখেন, ‘যখন ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার পারদ বাড়ছে, ঠিক সেই সময়ে আমাদের দেশের সেনারা যেভাবে তাঁদের কঠিন গুরু দায়িত্ব নিজেদের কাঁধে তুলে পালন করছেন, তার জন্য তাঁদের কুর্নিশ জানাই।’

সোশ্যাল মিডিয়ায় অনুষ্কার এমন আবেগঘন পোস্টের পর পরই সেনাদের সমর্থন একটি পোস্ট করেন বিরাটও। সেখানে কিং কোহলি লেখেন, ‘শত্রুপক্ষের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য আমার দেশের সেনাদের কুর্নিশ জানাই। তাঁরা যেভাবে অটল সাহসিকতা দেখিয়ে বুক চিতিয়ে লড়াই করছেন, তার জন্য তাঁদের সেলাম। তাঁদের কাছে আমরা চিরকাল ঋণী থাকব।’

Related Articles