খেলা

চাকরি টিকিয়ে রাখতে পারলেন না কোচ , ছাঁটাই ইগর স্টিম্যাচ

Truth of Bengal: ভারতীয় ফুটবল দলে একের পর এক পরিবর্তন হয়েই চলেছে। এবার স্টিম্যাচকে সরিয়ে দেওয়ার চিন্তাভাবনা করছে সর্বভারতীয় ফুটবল সংস্থা এআইএফএফ এমনটাই জানা গিয়েছে। এ আই এফ এফ এর তরফ থেকে এক ভার্চুয়াল বৈঠকও হয় সেই বৈঠকে ভারত কেন বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারল না কোথায় কোথায় খুঁত রয়েছে ? কার দোষ , কার ভুল তা নিয়ে পর্যালোচনা হয় । সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার মুক্তি দেওয়া হতে চলেছে স্টিম্যাচকে । এই বৈঠকে উপস্থিত ছিলেন মেনলা এথেন্পা , অনিল প্রভাকরণ, এবং আইএম বিজয়ন। ঘরের মাঠে একের পর এক ম্যাচে হারতে হয়েছে ভারতীয় ফুটবল টিমকে। এমনকি যুবভারতীতে যে ম্যাচ ছিল সেই ম্যাচে ড্র দিয়েই শেষ করতে হয়। নানান পরিবর্তনের সাক্ষী হলো ভারতীয় ফুটবল টিম এই ক’মাসে। এর মাঝে সুনীল ছেত্রীয় অবসর নিয়ে নিয়েছে। ফলত ভারতীয় টিমকে এখানে থেমে থাকলে হবে না । এগিয়ে যেতে হবে সেই এগিয়ে যাওয়ার কারণে স্টিম্যাচ কে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে । মৌখিক সম্মতিতে স্টিম্যাচ ইস্তফা দিলে তা হতো না।

গত মার্চ মাসে একটি ম্যাচ জানিয়েছিলেন ভারত যদি তৃতীয় রাউন্ডে যেতে না পারে তাহলে তিনি কোচের পদে আর থাকবেন না , নিজে থেকেই এ পদ থেকে সরে যাবেন । যদিও এর আগে কুয়েতের বিপক্ষে ড্র য়ের পর সিদ্ধান্ত মুহূর্তে বদলে ফেলেন। প্রতিটি ম্যাচ খেলার পর বারংবার স্ট্রিম্যাচ বলেছেন এরপর ভালো হবে । সেই ভালোটা যখন হয়নি তখন এআই এফ এফ এর তরফ থেকে সিদ্ধান্ত নিয়ে নেওয়া হলো ।

 

Related Articles