এবার বিশ্বকাপের আয়োজনেরও দাবি জানাল সৌদি আরব
Saudi Arabia also demands to host the World Cup this time

Truth Of Bengal: ২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজন সফলভাবেই সম্পন্ন করেছিল সৌদি আরব। ২০৩৪ সালে বিশ্বকাপের আয়োজনের দায়িত্বও হয়ত এখনও অবধি প্রাথমিকভাবে ঠিক হয়েছে সৌদি আরবেই অনুষ্ঠিত হবে। এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপ, বিশ্ব ট্রায়াথলন চ্যাম্পিয়নশিপ, বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপের পর এবার রাগবি-র বিশ্বকাপ আয়োজনেরও দাবি জানাল সৌদি আরব।
সূত্রের খবর, রাগবি বিশ্বকাপ আয়োজনের জন্য এবার মধ্যপ্রাচ্যের তিন দেশ বিশেষ পরিকল্পনা করেছে। এর জন্য ওই দেশগুলি ২০৩৫, ২০৩৯ সালের রাগবি বিশ্বকাপের বিড করবে বলেই জানা গিয়েছে। এছাড়া এই বিডের জন্য এশিয়ান রাগবি সংস্থা কাতার, সৌদি ও সংযুক্ত আরব আমীরশাহিকে এই সত্ত্ব পাইয়ে দেওয়ার জন্য দাবি জানাবে বলেও জানা গিয়েছে।
বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, এই উপমহাদেশের তিন দেশের দাবি, যদি রাগবি বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব তারা পান, তাহলে তারা সফলভাবেই রাগবি বিশ্বকাপের আয়োজন করতে প্রস্তুত আছেন।
উল্লেখ্য, এশিয়া মহাদেশে এখনও পর্যন্ত একবারেই রাগবি-র বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে। ২০১৯ রাগবি বিশ্বকাপের আসর বসেছিল জাপানে। এরপর ২০২৭ সালে একাদশ বিশ্বকাপের আসর বসবে অস্ট্রেলিয়ার মাটিতে। এবং ২০৩১ সালে এই বিশ্বকাপের আসর বসবে মার্কিন যুক্তরাষ্ট্রে।
তবে যেহেতু রাগবি বিশ্বকাপের আয়োজন করতে গেলে আয়োজক দেশকে বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করার অভিজ্ঞতা থাকতে হবে। তবেই মিলবে আয়োজনের ছাড়পত্র। কিন্তু আরব অঞ্চলের এই তিন দেশের সেই অভিজ্ঞতা নেই। সুতরাং এটা একটা বাঁধা হয়ে দাঁড়াতে পারে তাদের সামনে।