
The Truth Of Bengal: ফের কোচ বদল করল মোহনবাগান। হাবাসের চেয়ারে এবার বসতে চলেছেন নতুন কোচ। জোসে ফ্রান্সিকো মোলিনাকে নিয়োগ করল সবুজ মেরুন শিবির। এক্সে পোস্ট করে মোহনবাগান অফিসিয়ালি জানিয়েছে। আন্তেনিও লোপেজ হাবাস কে গতবার টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হয়েছিল। যদিও মাঝপথে মোহনবাগান তাকেই কোচ হিসেবে নিয়োগ করে।
অবশেষে কোচের পদ বদল। মোহনবাগান এবার নতুন কোচ নিয়োগ করে তারপরেই ভরসা রাখতে চাইছেন । আইএসএল ফাইনাল এর আগে অসুস্থতার কারণে হাবাস বহু প্রাকটিসে যোগ দিতে পারেননি। অবশেষে জানা গেল মোহনবাগানের নতুন কোচ মোলিনা । এর আগে জুয়ান ফেরান্দো ছিলেন কোচের পদে । তাকে সরিয়েই দায়িত্ব দেওয়া হয় হাবাসকে । কারণ সমর্থকদের চাহিদা তিনি মেটাতে পারছিলেন না ।
First words from our new head coach! 🫡#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন #WelcomeMolina pic.twitter.com/akWviYrzru
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) June 11, 2024
সেকারণে কোচ জুয়ান ফেরান্দো কে শুনতে হয়েছে গো ব্যাক স্লোগান। কোচের উপরে খুব বিক্ষোভের পারদ চড়ছিল। এদিকে এফসি কাপে ও ফলাফল একদম ভালো হয়নি। সব মিলিয়ে কোচ নিজেও ভীষণ চিন্তায় ছিলেন। খেলোয়াড় থেকে কোচ বছর শেষ ও বছর শুরুটা একেবারেই ভালোভাবে করতে পারেনি। মোহনবাগান কোচকে ছাঁটাই করার আগেই নিজে থেকেই পদত্যাগ করেছিলেন । হাবাস এবার দায়িত্ব নেওয়ার কয়েকমাসের মধ্যেই বিদায় নিলেন । তার চেয়ারে নতুন কোচ ।