
Truth Of Bengal: সোমবার ৭৮তম সন্তোষ ট্রফির ফাইনাল রাউন্ডের সূচি ঘোষণা করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। আগামী ১৪ ডিসেম্বর থেকে হায়দরাবাদে শুরু হবে ফাইনাল রাউন্ডের খেলা। এবারের সন্তোষ ট্রফিতে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে মোট ১২টি দল।
এই ১২টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপ থেকে চারটি করে দল খেলবে কোয়ার্টার ফাইনালে। যা অনুষ্ঠিত হবে ২৬ এবং ২৭ ডিসেম্বর। এবং সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৯ ডিসেম্বর। ফাইনাল হবে চলতি বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর।
প্রসঙ্গত সন্তোষে সবচেয়ে বেশিবার খেতাবজয়ী বাংলা দল। তারা ৩২ বার এই সন্তোষ ট্রফির খেতাব জয় করেছে। গ্রুপ এ-তে বাংলার সঙ্গে যে দলগুলি রয়েছে, তারা হল সার্ভিসেস, বাংলা, মণিপুর, তেলেঙ্গানা, জম্মু ও কাশ্মীর এবং রাজস্থান।
অন্য দিকে গ্রুপ বি-তে রয়েছে গোয়া, দিল্লি, কেরলা, তামিলনাড়ু, ওড়িশা এবং মেঘালয়। ১৪ তারিখ সন্ধ্যায়, বাংলা তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে জম্মু ও কাশ্মীরের। দ্বিতীয় ম্যাচে বাংলা মুখোমুখি হবে ১৬ ডিসেম্বর তেলেঙ্গানার বিপক্ষে। তৃতীয় ম্যাচে ২১ ডিসেম্বর সঞ্জয় সেনের দলকে খেলতে হবে মণিপুরের বিপক্ষে। এরপর সঞ্জয় সেনের দল গ্রুপের শেষ ম্যাচ খেলবে ২৩ ডিসেম্বর সার্ভিসেসের বিরুদ্ধে।