খেলা

করোনা ফিরল ক্রিকেট বিশ্বে, ম্যাচের আগেই ছিটকে গেলেন স্যান্টনা

Santner is infected with covid

The Truth of Bengal: ক্রিকেট বিশ্বে করোনার থাবা ফের ফিরে এসেছে। সেকারণে এবার ম্যাচের দুদিন আগে ছিটকে গেলেন ক্রিকেটার মিচেল স্যান্টনার। ভয়াবহতার কথা মাথায় রেখে এই কিউই তারকাকে খেলার আগে দল থেকে সাময়িকভাবে সরিয়ে দেওয়া হল যাতে এই ভাইরাস তার থেকে না ছড়িয়ে পড়ে। তার পাশাপাশি তার সুস্থতার কথা মাথায় রেখে তাকে রাখা হয়েছে আইসোলেশনে। তিন বছর আগে করোনার কবলে পড়েছিল গোটা বিশ্ব।  মহামারীতে প্রাণ গিয়েছিল বহু মানুষের। বহু খেলোয়ার করোনায় আক্রান্ত হয়েছিলেন, সেই স্মৃতি যেন ফের ফিরে এলো।

স্যান্টনারের করোনায় আক্রান্ত হওয়ার ঘটনায় নিউজিল্যান্ড ক্রিকেট টিম খুব বেশি দুশ্চিন্তা প্রকাশ করেছে এমনটা নয়। তারা সামনে  যে ম্যাচ রয়েছে সেই ম্যাচের দিকে নজর রেখেছে। সামনে ১৪ই জানুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ রয়েছে নিউজিল্যান্ডের। সেই ম্যাচের আগে এ খবর নিঃসন্দেহে চিন্তার হলেও দুশ্চিন্তা তৈরি করেনি । প্রথম টি-টোয়েন্টি সিরিজের আগে এই খবর বেশ উদ্বেগের। পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড। সেই ম্যাচের আগে স্যান্টনা অসুস্থতা বোধ করে।

তার কোভিড টেস্ট করা হয় তখনই  রিপোর্ট পজেটিভ আসে। যেভাবে খেলার আগেই সরে গেছে তার থেকে কেউ কারোনাতে আক্রান্ত হলেন কিনা তা নিয়ে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের খানিকটা হলেও চিন্তা রয়েছে। সান্টনা না খেলতে পারায় টিমে একমাত্র স্পিনার হিসেবে খেলছেন ইস  সোধি। এই গোটা সিরিজের তিনি আর ফিরতে পারবেন না বলেই খবর।

Related Articles