খেলা

চোটের কারণে রঞ্জির কোয়ার্টার ফাইনালে অনিশ্চিত সঞ্জু, জল্পনা আইপিএল খেলা নিয়েও

Sanju uncertain for Ranji quarter-final due to injury, speculations about IPL game too

Truth Of Bengal : রবিবার ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আঙুলে চোট পেয়েছিলেন উইকেটরক্ষক সঞ্জু স্যামসন। তাঁর চোট গুরুতর ছিল যে দলের হয়ে ফিল্ডিং পর্যন্ত করতে পারেননি তিনি। টিম সূত্রের খবর, সঞ্জু এই চোটের ফলে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্যাচে কার্যত অনিশ্চিত হয়ে পড়েছেন। উল্লেখ্য, রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে কেরলের প্রতিপক্ষ রয়েছে জম্মু-কাশ্মীরের বিপক্ষে।

সূত্রের খবর, ইতিমধ্যেই বিশ্রামের জন্য সঞ্জু তাঁর বাড়ি তিরুবন্তপুরুমে ফিরে এসেছেন। এবং সেখানে প্রায় চার সপ্তাহ বিশ্রামে থাকতে হবে তাঁকে। এবং এনসিতে-ই তাঁর আঙুলের চোটের জায়গার চিকিৎসা চলবে।

ভারতীয় বোর্ড সূত্রে খবর, উইকেটরক্ষক সঞ্জু স্যামসনের তর্জনীতে চোট লেগেছে। তবে রঞ্জি ট্রফির ম্যাচে সঞ্জু অনিশ্চিত হলেও আগামী ২৩ মার্চ থেকে শুরু হওয়া আইপিএল-এ তাঁর খেলা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। কিন্তু সব কিছু ঠিক থাকলে রাজস্থান রয়্যালসের হয়ে সঞ্জুর আইপিএল খেলতে খুব একটা অসুবিধা হবে না। চোট সারিয়ে এরপর সঞ্জু ন্যাশানাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবের জন্য যাবেন। সেখানকার চিকিৎসকদের সবুজ সঙ্কেত পেলে তবেই তিনি এরপর আন্তর্জাতিক প্রতিযোগিতায় নামতে পারবেন।

Related Articles