খেলা

শেষ বেলায় শক্তি বাড়ল দলের এশিয়ান গেমসে থাকছে সন্দেশ জিঙ্ঘান

Sandesh Jhigan

The Truth of Bengal: অবশেষে শক্তি বাড়ল । এশিয়ান গেমসে ফিরলেন সন্দেশ জিঙ্ঘান । এর আগে ১৩ সেপ্টেম্বর ২০২৩ এশিয়ান গেমসের জন্য ১৭ সদস্যের পুরুষ টিমের স্কোয়াড ঘোষণা করেছে ফেডারেশন। এবার এশিয়ান গেমস চিনের হ্যাংঝুতে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে। শেষ পর্যন্ত সুনীল ছেত্রীকে ছাড়া আর কাউকেই পাওয়া যায়নি সিনিয়রদের ।  সুনীলকে দলে রাখা হলেও, ভারতের তারকা গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু এবং তারকা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গানকে পাওয়া যায়নি। তাঁদের ছাড়াই দল ঘোষণা করেছিল  ফেডারেশন। লক্ষণ ভাগ নিয়ে চিন্তা কিছুটা কমল এবার ।

জাতীয় দল বনাম ক্লাব ফুটবল নিয়ে তীব্র বিবাদ চলছে ভারতীয় ফুটবলে। যার জেরে এবারের  এশিয়ান গেমসে দল গড়তে গিয়ে কার্যত মাথায় হাত পড়ে গিয়েছিল ইগর স্টিম্যাচের। শেষ পর্যন্ত অবশ্য বেঙ্গালুরু এফসি সুনীল ছেত্রীকে ছাড়তে রাজি হয়। তবে বেঙ্গালুরুর গোলকিপার বিভাগে চোট-আঘাত সমস্যা থাকায়, গুরপ্রীতকে তারা ছাড়েনি। আবার এফসি গোয়া তাদের ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গানকেও এশিয়ান গেমসের জন্য ছাড়পত্র দেয়নি। তবে গুরপ্রীত কে না পাওয়া গেলেও সুনীলের পাশে আরও এক সিনিয়র থাকছেন ।

উল্লেখ্য , টানা টালবাহানার পর এশিয়ান গেমসে খেলার সুযোগ পেয়েছে ভারতীয় ফুটবল দল। তারপরও জলঘোলা চলছিল। স্কোয়াড কী হবে, এই নিয়ে নানা জল্পনা। এশিয়ান গেমসের সময় চলবে ইন্ডিয়ান সুপার লিগও। এশিয়ান গেমস ফুটবল ফিফার আওতায় পড়ছে না। ফলে ক্লাবগুলি প্লেয়ার ছাড়তে বাধ্য নয়। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন অনুরোধ করেছিল ক্লাবগুলিকে। এশিয়ান গেমস ফুটবল অনূর্ধ্ব ২৩ দলেও তিনজন ২৩ উর্ধ্ব প্লেয়ারকে রাখা যায়। সুনীল ছেত্রী, সন্দেশ ঝিঙ্গান এবং গুরপ্রীত সিং সান্ধুকে এই টিমে দেখা যেত। কিন্তু এই তিনজনের কাউকেই পাওয়া যাবে কিনা, এই নিয়ে প্রবল দুশ্চিন্তায় ছিল ফেডারেশন। অবশেষে জট কিছুটা কেটেছিল । তিনজনের মধ্যে শুধু মাত্র পাওয়া গিয়েছিল   সুনীল ছেত্রীকে। তাঁকে রেখেই এশিয়ান গেমসের স্কোয়াড ঘোষণা করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।তবে তার পর এক ঝাঁক তরুণ ফুটবলারের মধ্যেই সিনিয়রদের মধ্যে পাওয়া গেল দু একজনকে । পাওয়া গেল সুনীলের পর সন্দেশ কে । শক্তি বাড়ল । চিন্তা কমল ।

Related Articles