বিশ্বকাপের পরও থেমে নেই শামির মানবতা, পাহাড়ি দুর্ঘটনায় প্রাণ বাঁচালেন এক ব্যক্তির
Mohammed Shami

The Truth of Bengal: বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী মহম্মদ শামি। এবার তার বিরত্তের পরিচয় দিলেন। পাহাড়ী রাস্তায় দুর্ঘটনার কবলে পড়া এক ব্যক্তির প্রাণ বাঁচালেন শামি। নৈনিতালের হিল রোডে এই দুর্ঘটনা ঘটে। শামির তৎপরতায় জীবন ফিরে পান দুর্ঘটনায় পড়া ব্যক্তিটি। বিশ্বকাপের সেরা বোলার শামি মাঠের বাইরেও মহানুভবতার পরিচয় দিলেন। টিম ইন্ডিয়ার তারকা বোলার তৎপরতায় জীবন রক্ষা পায় গাড়িতে থাকা ওই ব্যক্তির।
View this post on Instagram
শামির সেই ছবি তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। ভিডিও-তে দেখা যাচ্ছে একটি সাদা গাড়ি রাস্তার ধারে খাদে পড়ে আছে। গাড়িতে থাকা আহত ব্যক্তির সেবায় এগিয়ে আসেন ভারতীয় দলের তারকা। নিজের হাতেই প্রাথমিক চিকিৎসাও করেন। তাঁর তৎপরতায় জীবন ফিরে পান দুর্ঘটনাইর কবলে পড়া ব্যক্তিটি। এই ভিডিও-র সঙ্গে শামি লিখেছেন, ‘ওনি অত্যন্ত ভাগ্যবান, ঈশ্বর তাঁকে দ্বিতীয় জন্ম দিয়েছেন।
নৈনিতালের (হিল রোডে) পাহাড়ি রাস্তায় আমার গাড়ির ঠিক সামনেই ওনার গাড়িটি পাহাড় থেকে নীচে পড়ে যায়। আমরা তাঁকে নিরাপদে উদ্ধার করে আনি।”উল্লেখ্য, শামি নৈনিতালে গিয়েছিলেন একটি স্কুলের অনুষ্ঠানে অংশ নিতে। সেই স্কুলের একটি অনুষ্ঠানে অতিথি হিসাবে যান ভারতীয় দলের এই ক্রিকেটার। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দেখা করেছিলেন শামি। সেই ছবিও তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন।