খেলা

সাউদাম্পটনকে হারিয়ে খেতাব জয়ের আরও কাছে সালাহরা

Salahs move closer to title after beating Southampton

Truth Of Bengal: আনফিল্ড গ্রাউন্ড, লিভারপুলের ঘরের মাঠ। সেই মাঠেই শনিবার সাউদাম্পটনের বিপক্ষে জয় তুলে নিল অল রেডসরা। খেলার ফল ৩-১। ধারে ও ভারে প্রতিপক্ষ দলের থেকে অনেকটা এগিয়ে লিভারপুল। তবুও ম্যাচের প্রথমার্ধের অন্তিম লগ্নে এসে প্রতিপক্ষই প্রথম বল জড়ায় লিভারপুলের জালে। সাউদাম্পটনের হয়ে স্কোরশিটে প্রথম নাম তোলেন স্মলবোনে।

এরপর দ্বিতীয়ার্ধে খেলা শুরু হওয়ার পর গোল শোধের মরিয়া চেষ্টা শুরু করে আর্নে সল্টের দল। তারই সুফল তারা পায় ম্যাচের ৫১ মিনিটে। লিভারপুলকে এই অর্ধে সমতায় ফেরান অভিজ্ঞ ফুটবলার ডারউইন নুনেজ।

ম্যাচের সমতায় ফেরার পর পরই আর পিছনে তাকাতে হয়নি লিভারপুলকে। প্রথম গোলের চার মিনিট পরই দ্বিতীয় গোল তুলে নেন মহম্মদ সালাহরা। এ ক্ষেত্রে স্কোরশিটে নাম তোলেন অল রেডসদের অভিজ্ঞ এই ফুটবলারটি। লিভারপুল তৃতীয় গোলের সন্ধান পায় ৮৮ মিনিটে। এ ক্ষেত্রেও স্পটকিক থেকে গোল করতে কোনও ভুল করেননি সালাহ। রেডসদের হয়ে চলতি মরসুমে ৪১টি ম্যাচে ৩১টি গোল করে ফেললেন সালাহ।

ম্যাচ জিতে ২৯ ম্যাচে ৭০ পয়েন্ট সংগ্রহ করে ইংলিশ প্রিমিয়ার লিগের খেতাব জয়ের আরও কাছে পৌঁছে গেল লিভারপুল। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের সঙ্গে তাঁদের ব্যবধানও অনেকটা বাড়িয়ে নিলেন মহম্মদ সালাহরা। আর্সেনালের সংগ্রহ ২৭ ম্যাচে ৫৪ পয়েন্ট।