
The Truth of Bengal: অনেকেই চেনেন , আবার অনেকে চেনেননা । বিশেষত নতুন প্রজন্ম নামটা জানেইনা । তিনি হলেন সদগোপান রমেশ। একটা সময় দাপিয়ে ক্রিকেট খেলেছেন। ২২ গজের পরিচিত মুখ ছিলেন তিনি। তবে বর্তমানে ২২ গজ থেকে শত হস্ত দূরে সদগোপান রমেশ। একটা সময় চেন্নাইয়ের এই ক্রিকেটার শচীন-সৌরভদের সঙ্গে ভারতের জাতীয় দলের হয়ে ওপেন করতেন। কিন্তু পরে ২২ গজে প্রচারের আলোয় আর আসতে চাননি রমেশ। অবসর গ্রহণের পর ৮ বছর পর্যন্ত তিনি নিজের ব্যাটটাও আর ছুঁয়ে দেখেননি।
সম্প্রতি খবরের শিরোনামে উঠে আসেন সদগোপান রমেশ। তবে সেটা ক্রিকেট কেন্দ্রিক নয়, বিনোদন জগতে। বর্তমানে তিনি তামিল সিনেমা ইন্ডাস্ট্রির একজন পরিচিত মুখ। ক্রিকেট ছেড়ে বহুদিন আগেই তিনি রুপোলি পর্দায় পদার্পণ করেন । ২০০৮ সালে রুপোলি পর্দায় তার অভিষেক হয়। রোম্যান্টিক কমেডি সিনেমা সন্তোষ সুব্রামণিয়াম সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে তিনি সকলের হৃদয় জয় করে নিয়েছিলেন।আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে দেশের হয়ে তিনি ১৯টি টেস্ট ম্যাচ এবং ২৪টি একদিনের ম্যাচ খেলেছেন।
পাশাপাশি তার ঝুলিতে জোড়া শতরান এবং ১৪টি হাফ সেঞ্চুরি রয়েছে। কিন্তু, অবসর গ্রহণের পর ভারতীয় ক্রিকেট জগৎ থেকে তিনি কার্যত হারিয়েই গিয়েছিলেন। ৫৬তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস সাউথে ‘সন্তোষ সুব্রামণিয়াম’ সেরা সিনেমা, সেরা পরিচালক, সেরা অভিনেতা এবং সেরা অভিনেত্রীর পুরস্কারের জন্য মনোনীত হন সদগোপান রমেশ। ২০১১ সালে স্পোর্টস কমেডি পোট্টা পাট্টিতে প্রধান চরিত্রাভিনেতার ভূমিকায় দেখতে পাওয়া গিয়েছিল রমেশকে। এখন তিনি টেলিভিশনের একটি রিয়ালিটি শো-র বিচারক হিসেবে কাজ করছেন।
Free Access