খেলা

কিং কাপের ফাইনালে উঠল রোনাল্ডোর দল

Truth Of Bengal : শনিবার রিয়াধের আল-আউয়াল স্টেডিয়ামে কিং কাপ অফ চ্যাম্পিয়ন্স সেমিফাইনালে আল নাসের আল খালিজকে ৩-১ গোলে পরাজিত করায় ক্রিশ্চিয়ানো রোনালদো এবং সাদিও মানে স্কোর শিটে নিজেদের নাম তুলেছেন। মঙ্গলবার অন্য সেমিফাইনালে আল ইত্তিহাদকে হারিয়ে ৩১মে ফাইনালে আল নাসের সৌদি প্রো লীগ শীর্ষে থাকা এবং সৌদি সুপার কাপ বিজয়ী আল হিলালের মুখোমুখি হবে।

আল খালিজের রক্ষণের ভুল থেকে ১৭তম মিনিটে গোল করে এগিয়ে দেন রোনালদো। ডিফেন্ডার লিসান্দ্রো লোপেজের একটি দুর্বল ব্যাক পাস কিপার ইব্রাহিম সেহিককে চাপে ফেলে দেয়, তাকে বলটি এলোমেলো ক্লিয়ার করতে বাধ্য করে, তাও শুধুমাত্র বক্সের প্রান্তে থাকা রোনালদোর পর্যন্ত। তাঁর বাঁ-পায়ের একটি শটই যথেষ্ট ছিল আল নাসেরের লিড নেওয়ার জন্য। পেনাল্টি এলাকায় আল খালিজের ডিফেন্ডার ইভো রদ্রিগেস হ্যান্ডবল করে। যা দরুন ৩৭তম মিনিটে পেনাল্টি থেকে লিড দ্বিগুণ করেন সাদিও মানে। সাদিও মানে শান্তভাবে গোলের ডান দিকে ফিনিশের সাথে সাথে দুই গোলের লিড নিয়েই বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারাবাহিকতা ধরে রাখে আল নাসর। ৫৭তম মিনিটে সতীর্থের ফ্লিকে বল গোলমুখে পেয়ে শট নেন রোনালদো। গোলরক্ষক ঝাঁপিয়ে ঠেকালেও ফিরতি বল পেয়ে অনায়াসে লক্ষ্যভেদ করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। এ নিয়ে চলতি মরশুমে আল নাসরের জার্সিতে ৩৯ ম্যাচে রোনালদোর গোল হলো ৩৮টি।৮২তম মিনিটে একটি গোল শোধ করে আল খালিজ। তবে ততক্ষণে ঘুরে দাঁড়ানোর সুযোগ শেষ। এই আসরে সবশেষ ২০১৯-২০ মরশুমে ফাইনাল খেলেছিল আল নাসর। সেবার তারা হেরেছিল আল হিলালের বিপক্ষে। আল নাসরের জন্য এবারের ফাইনাল তাই প্রতিশোধের উপলক্ষ্যও।আগামী ৩১ মে ফাইনাল। ফাইনালে এবারও আল নাসরের প্রতিপক্ষ আল হিলাল। শেষ চারের প্রথম ম্যাচে আল-ইত্তিহাদকে ২-১ গোলে হারায় গতবারের চ্যাম্পিয়ন আল হিলাল।

Related Articles