খেলা

ভক্তদের কাছে ক্ষমা প্রার্থনা রোনাল্ডো

Ronaldo

The Truth of Bengal: চিনের ফুটবল প্রেমীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন রোনাল্ডো।চিন সফরে খেলতে যাওয়ার কথা ছিল আল নাসেরের কিন্তু রোনাল্ডোর পায়ে চোট থাকার কারণে তিনি খেলতে যেতে পারছেন না।  তাই এবার তিনি দুঃখ প্রকাশ করলেন।বাতিল হয়েছে তার চিন সফর।

দুঃখ প্রকাশ করতে গিয়ে তিনি বলেছেন ২২ বছর ধরে ফুটবল খেলছেন কখনো এরকমটা হয়নি তবে এবার চোট পাওয়াতে তাকে এই সিদ্ধান্ত নিতে হলো। তিনি দুঃখিত বলেও জানিয়েছেন। তার সমর্থকরা ও দুঃখ পেয়েছেন বলে তিনি উল্লেখ করেছেন। রোনাল্ডো যেতে পারলেন না সে কারণে তার সমর্থকদেরকে দুঃখ না পাওয়ার কথা বললেন।

খেলোয়াড়ের অবস্থা সমর্থকরা বুঝতে পারবে বলেই তিনি আশাবাদী। আসলে রোনাল্ডো তে মুগ্ধ গোটা বিশ্ব, মুগ্ধ চিনে থাকা সমর্থকেরাও। সে কারণেই রোনাল্ডো ধরেই নিয়েছেন যে চিনের সমর্থকরা তাকে কাছ থেকে দেখতে না পাওয়ায় একেবারে দুঃখ প্রকাশ করছে। তিনি তাদের দুঃখে দুঃখিত হয়েছেন। রোনালন্ডো মানেই গোলের পর গোল। দলকে জেতানো।

Related Articles