রোলাঁ গারোঁর রানি সোয়াইতেকই,ফ্রেঞ্চ ওপেন জয়ের হ্যাটট্রক গড়লেন
Roland Garros's Rani Swaiteke scored a hat trick to win the French Open

The Truth Of Bengal: ফের স্বপ্ন পূরণ । ফের চ্যাম্পিয়ন । ফ্রেঞ্চ ওপেন সিঙ্গলস বিভাগে শিরোপা জয়ের হ্যাট্রিক গড়লেন ইগা সোয়াইতেক । ৬৭ মিনিটের লড়াইয়ে প্রতিপক্ষ ইতালির জেসমিন পায়োলিনিকে একেবারে উড়িয়ে দিলেন পোল্যান্ডের সোয়াইতেক । এদিন ম্যাচের স্কোর দাঁড়ায় সোয়াইতেকের পক্ষে ৬-২ , ৬-১ ।
এই জয়ের পর থেকেই তাকে নিয়ে গুঞ্জন শুরু হয়েছে, যে ফর্মে তিনি রয়েছেন তাতে এবার সোনা জিততে চলেছেন প্যারিস অলিম্পিক্স থেকে । রোলা গারোতেই বসতে চলেছে প্যারিস অলিম্পিক্সের আসর । প্রথম বারের জন্য গ্ল্যান্ড স্লামের ফাইনালে খেলতে নেমেছিলেন সোয়াইতেকের বিপক্ষে থাকা পায়োলিনি । অভিজ্ঞতা না থাকায় যা হ্ওয়ার তাই হলো । পারলেন না তিনি বারে ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়নের বিপক্ষে। এদিকে পোলান্ডের সোয়াইতেকের ঝুলিতে পাঁচটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের কৃতিত্ব রয়েছে । এত কম ম্যাচে কোনও মহিলা টেনিস প্লেয়ার এর আগে পাঁচটি গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি।
যার মধ্যে চারটি ফরাসি ওপেন একটি ইউএস ওপেন । এর আগে ২০০৫ ,২০০৬ ,২০০৭জাস্টিন হেনিন পরপর ফ্রেঞ্চ ওপেনে চ্যাম্পিয়ন হ্ওয়ার নজির গড়েছিলেন । এবার সেই রেকর্ড ছুঁলেন পোলিশ কন্যা । ২০২২ ,২৩ ,২৪ পর পর চ্যাম্পিয়ন হওয়ার নজির । জয়ের পর উচ্ছ্বসিত সোয়াইতেক জানান সেকেন্ড রাউন্ডে হেরেই যাচ্ছিলেন । তবে জয়লাভ করে তিনি ভীষণ খুশি। এখন জিততে বেশ ভালো লাগে বলেই জানান সোয়াইতেক । রোলাঁ গারোঁয় এর আগে ৩৬ ম্যাচের মধ্যে ৩৪ টিতেই জিতলেন ।