খেলা

মুম্বইয়ের হয়ে পরবর্তী রঞ্জি ম্যাচে খেলবেন না রোহিত-যশস্বী

Rohit-Yashshwi will not play in the next Ranji match for Mumbai

Truth Of Bengal: আগামী ৩০ জানুয়ারি রঞ্জি ট্রফির গ্রুপ পর্বের ম্যাচ খেলবে মুম্বই। প্রতিপক্ষ মেঘালয়। সেই ম্যাচে মুম্বইয়ের হয়ে মাঠে নামবেন না রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। কেননা সামনেই ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজ রয়েছে এবং তারপরই ভারতকে খেলতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই কারণেই রোহিত ও যশস্বী এমন সিদ্ধান্ত নিয়েছেন।

এই প্রসঙ্গে সংবাদ সংস্থা সূত্রে খবর, আগামী ফেব্রুয়ারি মাস থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। তার আগে ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ইংল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজ। সেই কারণে রোহিত ও যশস্বী চ্যাম্পিয়ন্স দিকে লক্ষ্য রেখে প্রস্তুতি সারবেন। কাজেই মুম্বইয়ের হয়ে তাঁরা রঞ্জি ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। এমনকি দুজনেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে তাঁদের এমন সিদ্ধান্তের কথা নাকি জানিয়েও দিয়েছেন।

প্রসঙ্গত, রোহিত দীর্ঘ ১০ বছর পর রোহিত ফের রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের হয়ে মাঠে নামেন ২০২৫ সালে। সেই ম্যাচে মুম্বইয়ের প্রতিপক্ষ ছিল জম্মু-কাশ্মীর। ম্যাচে দুই ইনিংস মিলিয়ে রোহিতের সংগ্রহ ছিল মাত্র ৩১ রান। অন্য দিকে যশস্বীর সংগ্রহ দুই ইনিংসে ৩০ রান। তবে রোহিত-যশস্বীরা না খেললেও বিরাট, কেএল রাহুলরা তাঁদের রাজ্যের হয়ে মাঠে নামবেন বলে জানা গিয়েছে। এদিকে রোহিত-যশস্বীর এমন সিদ্ধান্তে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Related Articles