নিউজিল্যান্ডকে যেন হালকাভাবে না নেন রোহিত-বিরাট-শামিরা: ইন্দুভূষণ রায়
Rohit-Virat-Shamira should not take New Zealand lightly: Induvhushan Roy, former cricketer

Truth Of Bengal : রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপের শেষ ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া। প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ইতিমধ্যে দুই দুল গ্রুপ এ থেকে সেমিফাইনালে জায়গা পাকা করে নিয়েছে। তাই অনেকই বলছেন যে, এটা দুই দলের কাছেই নিয়মরক্ষার ম্যাচ। আমি অবশ্য সেই পথে হাঁটতে নারাজ। কেন তাঁদের সঙ্গে একমত হতে পারছি না, তার অনেক কারণ আছে।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারত কিউয়িদের বিপক্ষে টেস্ট সিরিজে হারের মুখ দেখেছে। তিন টেস্টের একটা ম্যাচেও ভারত জয় পায়নি। কাজেই ভারতের কাছে রবিবারের ম্যাচটা একটা বদলার ম্যাচ। আমি আশাকরি রোহিত-বিরাটরা সেই লক্ষ্য নিয়েই মাঠে নামবে। এবং অবশ্যই নিজেদের সেরাটা দিয়ে তাঁরা ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে নিউজিল্যান্ডকে উপযুক্ত জবাব দেবেন। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ এ-তে যে কটি দল রয়েছে তার মধ্যে অন্যতম সেরা দল হল ভারত ও নিউজিল্যান্ড।
অনেকে মনে করেছিলেন ভারতকে সেমিফাইনালে যেতে গেলে অবশ্যই পাকিস্তানের বিপক্ষে কঠিন জিতে রাস্তা পাকা করতে হবে। কিন্তু আশ্চর্যের বিষয় হল মহম্মদ রিজওয়ানরা কিছুতেই দাঁড়াতে পারলেন না ভারতের সামনে। কাজেই আমার মনে রবিবার ভারত গ্রুপের শেষ ম্যাচটা খেলতে নামবে।
তবে এই ম্যাচে ভারতীয় দলে পরিবর্তনের কথা অনেকেই বলছেন। অবশ্যই তার কারণ আছে। কেননা, দুটি দল যেহেতু শেষ চারে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে, সে হেতু দুটি দলই চাইবে নিজেদের সেরা অস্ত্রকে সেমিফাইনালের আগে সাবধানে রাখতে। এতে অন্যায়ের কিছু নেই। কেননা ভারতীয় দল এই মুহূর্তে প্রচন্ড ব্যালান্সড। সব বিভাগেই পরিবর্তিত যোগ্য খেলোয়াড় আছেন। যাঁরা সুযোগ পেলে নিজেদেরকে প্রমাণ করে দিতে পারবেন।
উদাহরণ হিসাবে বলতে পারি রোহিত যদি একান্তই না খেলতে পারেন, শুভমন এখন সুস্থ হয়ে উঠেছেন। সুতরাং চিন্তার কিছু নেই। ছন্দে থাকা শুভমন আশাকরি নিউজিল্যান্ড ম্যাচেও নিজেকে প্রমাণ করতে পারবেন। পাশাপাশি শ্রেয়স, বিরাটরা আছেনই। আবার বোলিং লাইনে বরুণকে দেখলেও অবাক হব না। তবে শেষ পর্যন্ত টিম ম্যানেজমেন্ট কি সিদ্ধান্ত নেয় প্রথম একাদশ গড়ার ক্ষেত্রে সেটা সময় হলেই বোঝা যাবে।
আমি রবিবারের ম্যাচটা কেন ভারতীয় দলের জয়টা জরুরি তার আরও একটা গুরুত্বপূর্ণ কারণ হল, যদি এ গ্রুপ থেকে টিম ইন্ডিয়া নিউজিল্যান্ডকে হারিয়ে শীর্ষে উঠতে পারে, তাহলে হয়ত ভারতকে সেমিফাইনালে মুখোমুখি হতে হবে বি গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা দলকে। সেক্ষেত্রে ভারতের প্রতিপক্ষ হিসাবে আমি চাইব সেমিফাইনালে ভারত যেন দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়।
এর একটাই কারণ হচ্ছে, অতীত ইতিহাস বলছে দক্ষিণ আফ্রিকার ট্রফি জয়ের ভাগ্য খুব ভাল নয়। এমনকি গ্রুপ পর্বে ভাল খেলেও ওরা নিজেদের আসল সময়ে ধরে রাখতে পারে না। সেক্ষেত্রে অস্ট্রেলিয়া হলে ভারতের অসুবিধা আছে। কেননা অজিদের অনেক তারকা ক্রিকেটার না থাকলেও টিমটার নাম কিন্তু অস্ট্রেলিয়া। কাজেই আমি চাইব ভারত অবশ্যই ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হউক।
তবে সবশেষে বলি ভারত এখন কোনওদিকে না তাকিয়ে ট্রফি জয়ের জন্য সবকটি ম্যাচেই জয়লাভ করুক। এই ভারতীয় দলটার সেই ক্ষমতা আছে। আর গম্ভীর-সহ ভারতীয় দলের একটা বিরাট চাপ ছিল কোহলি রান পাচ্ছিলেন না দেখে। এবার সেই চাপ থেকে মুক্তি পেয়েছে টিম ইন্ডিয়া। দুরন্ত ছন্দে থাকা ব্যাটিং লাইনআপ অন্য দলের বোলারদের ঘুম কাড়বে এটাই স্বাভাবিক। কাজেই সব মিলিয়ে ছন্দে থাকা ভারতীয় দল আশাকরি রবিবারের ম্যাচে নিউজিল্যান্ডকে হারাতে সক্ষম হবে।