খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রস্তুতি ম্যাচ নেই রোহিতদের

Rohit Sharma to miss warm-up match before Champions Trophy

Truth Of Bengal: সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি। হাতে সময় বলতে মাত্র কয়েকটা দিন। কিন্তু এই টুর্নামেন্টের আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পর আর কোনও প্রস্তুতি ম্যাচ খেলতে পারবে না টিম ইন্ডিয়া।

কেননা, আইসিসির যে কোনও টুর্নামেন্ট শুরুর আগে প্রত্যেকটি দলই প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পায়। কিন্তু এবার সেই সুযোগ পাচ্ছে না চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়া আটটি দলের মধ্যে মোট চারটি দল। সেই তালিকায় রয়েছে ভারত, পাকিস্তান, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। অবশ্য বাকি চারটি দেশ নিউজিল্যান্ড, আফগানিস্তান, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা প্রস্তুতি ম্যাচ খেলবে। ফলে ভারতের কাছে আর প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ না থাকায় রোহিতরা সরাসরি খেলবেন ২০ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে।

অবশ্য এইরকম প্রস্তুতি ম্যাচ না খেলাটা ভারতের কাছে নতুন কিছু নয়। এর আগেও ২০১০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় কোনও প্রস্তুতি ম্যাচ খেলেনি টিম ইন্ডিয়া। শুক্রবার থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্ততি ম্যাচ।

১৪ ফেব্রুয়ারি- পাকিস্তান শাহিনস বনাম আফগানিস্তান, গদ্দাফি স্টেডিয়াম, লাহোর

১৬ ফেব্রুয়ারি- নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান, ন্যাশানাল স্টেডিয়াম, করাচি

১৭ ফেব্রুয়ারি- পাকিস্তান শাহিনস বনাম দক্ষিণ আফ্রিকা, ন্যাশানাল স্টেডিয়াম, করাচি

১৭ ফেব্রুয়ারি-পাকিস্তান শাহিনস বনাম বাংলাদেশ, আইসিসি ক্রিকেট অ্যাকাডেমি, দুবাই।

Related Articles