৪১ বলে ৯২ রানে আউট রোহিত

THE TRUTH OF BENGAL: টি-টোয়েন্টি বিশ্বকাপে একের পর এক ম্যাচে জয়লাভ করছে টিম ইন্ডিয়া। খেলতে নেমেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এদিন ম্যাচের শুরু থেকেই আউট হয়ে যান বিরাট কোহলি । যদিও তাতে টিম ইন্ডিয়ার খুব বেশি একটা ক্ষতি হয়নি। এবার একেবারে রোহিত শর্মা আউট হয়ে যান । যদিও সহজেই তিনি অর্ধশতরান করেন । তবে এদিন রোহিত শর্মা আউট হন ৯২ রানে । স্টার্কের বলে আউট হন তিনি ।
A Spectacular Knock 👏
Captain Rohit Sharma departs after a sensational and stroke-filled 92(41) #TeamIndia reach 155/3 after 14 overs
Follow The Match ▶️ https://t.co/L78hMho6Te#T20WorldCup | #AUSvIND | @ImRo45
📸 ICC pic.twitter.com/JmeggrehCY
— BCCI (@BCCI) June 24, 2024
অস্ট্রেলিয়ার কাছে ওডিআই বিশ্বকাপে হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। সেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এদিন জ্বলে উঠলেন রোহিত শর্মা, মাত্র ১৯ বলেই করলেন অর্ধশতরান। কেন তাকে hitman বলা হয় তাড়াতাড়ি আজ প্রমাণ করলেন এই। আট রান বাকি থাকলে আউট হলেন রোহিত । সাধ্যমত চেষ্টা করে গেছেন অস্ট্রেলিয়াকে সমানে টক্কর দেওয়ার। ৪১ বলে ৯২ রান করেন তিনি । এরমধ্যে সাতটা চার আটটা ছয় মেরেছেন। ২২৪.৩৯ স্ট্রাইক রেট ।