খেলা

টেস্ট ক্রিকেটকে আলবিদা জানালেন রোহিত

Rohit bids farewell to Test cricket

Truth Of Bengal: বুধবার বিকেলে আপামর ক্রিকেটপ্রেমীকে অবাক করে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই অবসরের কথা ঘোষণা করেন রোহিত।

আইপিএল শেষ হওয়ার পর ইংল্যান্ড সফরে যাবে ভারত। সেই সফরের আগেই টেস্ট ক্রিকেটকে আলবিদা জানালেন রোহিত। বর্ডার – গাভাস্কার ট্রফি থেকেই রোহিতকে নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। কেননা রোহিতের পত্নী ঋতিকা দ্বিতীয়বার সন্তানসম্ভবা থাকায় রোহিত দলের সঙ্গে পরে যোগ দিয়েছিলেন। কিন্তু তার পরেও দলের হাল আটকাতে পারেননি। এমনকি নিজেও ছন্দহীন ছিলেন বহু দিন। ফলে তাঁকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল সর্বত্র‌।

ইংল্যান্ড সফর ভারতের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জনের জন্য। সেই টেস্টের আগেই হিটম্যানের অবসর ভারতীয় ক্রিকেটে একটা বড় ধাক্কাই বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। অনেকের মতে, রোহিতকে নিয়ে ইংল্যান্ড সিরিজের আগে বোর্ড কর্তাদের নানারকম ভাবনা চিন্তার উপযুক্ত জবাব।

বুধবার রোহিত তাঁর অবসর জানিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘আমি সকলের উদ্দেশে জানাচ্ছি, টেস্ট ক্রিকেট থেকে আমি অবসরের সিদ্ধান্ত নিলাম। আগামী দিনে আমি শুধু দেশের হয়ে একদিনের ক্রিকেটেই খেলব।’

রোহিত ভারতের হয়ে মোট ৬৭টি টেস্ট ম্যাচ খেলেছেন। তাঁর মোট রান ৪,৩০১। গড় ৪০.৫৭। ৩৮ বছর বয়সী এই ব্যাপারের টেস্টে অভিষেক হয়েছিল ২০১৩ সালে ইডেন গার্ডেনে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে। প্রথমে মিডল অর্ডার ব্যাপার হিসাবে আত্মপ্রকাশ করলেও ২০১৯ সাল থেকে রোহিত পুরোপুরি ওপেনার হয়ে যান। যা অবসরের আগে পর্যন্ত বহাল ছিল।

Related Articles