মেয়ে কোলে তাই সমর্থকদের শান্ত থাকার নির্দেশ রোহিতের, ভাইরাল হল ভিডিও
Rohit asked the fans to be calm with his daughter in his lap, the video went viral

The Truth of Bengal : বাবা শব্দটার সাথে আমরা সবাই পরিচিত। বাবা হল আঁকড়ে ধরার আরেক নাম। বাবার কাছে তার সব সন্তানই সমান। সে মেয়ে হোক বা ছেলে। তবে বাবার কাছে মেয়ে একটু হলেও বেশি দামি। বলা যেতে পারে একজন মেয়ে তার বাবার কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ। একদিকে মেয়ের প্রতি বাবার ভালোবাসা স্নেহ এবং অপরদিকে সারা বিশ্ব। সে যে কেউ হোক শিল্পপতি, চাকরিজীবি, খেলোয়াড় সবার ক্ষেত্রেই এই সমান কথাই প্রযোজ্য। রোহিত শর্মা ও তার মেয়ে সামাইরা শর্মার কথাটাই ধরা যাক না কেন। দুনিয়ায় বাবা ও মেয়ের সম্পর্ক যে কতটা সুন্দর তা তো সবারই জানা। রোহিত ও তাঁর মেয়ে সামাইরার সম্পর্কটাও ঠিক ততটাই সুন্দর। রোহিত শর্মা এবার বাবার ভূমিকাতে মুগ্ধ করলেন সবাইকে। একজন ক্রিকেটার, যার উপর বহু মানুষের প্রত্যাশা থাকে, সবসময় একটা চাপের মধ্যে থাকেন, বেশিরভাগ সময়ই ব্যস্ত থাকেন, তা সত্বেও নিজের মেয়ের খেয়াল রাখার একটা ছোট্ট মুহুর্ত ছড়িয়ে পরেছে সমাজ মাধ্যমে।
সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিও টিতে দেখা যাচ্ছে স্ত্রী ঋতিকার সঙ্গে মেয়ে-কে কোলে করে নিয়ে বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন রোহিত শর্মা। বাবার কাঁধে মাথা রেখেই ঘুমিয়ে পড়েছে মেয়ে সামাইরা। সেই মূহুর্তেই দেখা যাই সমর্থকেরা রোহিতকে দেখে ‘রোহিত,রোহিত’ বলে রোহিতের নামে স্লোগান দিতে শুরু করে। তারপরেই দেখা যায় সমর্থকদের দিকে আঙুল দেখিয়ে চুপ করতে বলেন রোহিত। যেহেতু তাঁর মেয়ে ঘুমাচ্ছে তাই বেশি চিৎকারে তার ঘুম ভেঙে যেতে পারে সেটাই বোঝানোর চেষ্টা করছিলেন রোহিত। তারপর অবশ্য মেয়েকে নিয়ে গাড়িতে উঠে যান রোহিত। মেয়েকে তিনি যেভাবে আগলে রেখেছিলেন, তা দেখে সমাজ মাধ্যমে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন অনেকে।
Rohit Sharma asked to be Silence as his Daughter Samaira is Sleepingpic.twitter.com/iEHpD0fElE
— CricketGully (@thecricketgully) April 5, 2024