IPL 2025খেলা

থ্রি-ডি প্রেজেন্টেশন থেকে রোবট ডগ! এবারের আইপিএল থাকছে প্রযুক্তিতে মোড়া

Robot dog from 3-D presentation! This year's IPL is wrapped in technology

Truth of Bengal: আসন্ন অষ্টাদশ আইপিএলকে ঘিরে বিস্তর নতুন পরিকল্পনা নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আইপিএলের ১৭ বছরের ইতিহাসে যা কখনও হয়নি, এবার তা হতে চলেছে। প্রথমবারের মতো প্রতিটি ভেন্যুতে আলাদা উদ্বোধনী অনুষ্ঠান থাকছে। তবে শুধু এটাই নয়, প্রযুক্তিগতভাবে এবার আইপিএল হয়ে উঠতে চলেছে আরও আধুনিক, আরও চিত্তাকর্ষক।

রোবট ডগ: প্রযুক্তির নতুন সংযোজন

এবারের আইপিএলের সবচেয়ে আকর্ষণীয় সংযোজন হতে চলেছে ‘রোবট ডগ’! এই কৃত্রিম সারমেয় শুধুমাত্র মাঠে ঘুরে ছবি তোলার কাজ করবে না, বরং মাঠের বিভিন্ন কার্যক্রমেও অংশ নেবে। ওয়ার্ম-আপ, ইনিংস বিরতি, এমনকি প্লেয়ারদের ডাগআউটে সাক্ষাৎকার নেওয়ার সময়ও তার দেখা মিলবে। বিশেষ করে বিরাট কোহলির সারমেয়প্রেম সবার জানা, এবার যদি যান্ত্রিক সারমেয়কেও ভালোবেসে ফেলেন, তা দেখার মতোই হবে!

এই রোবট ডগের মাথায় বসানো থাকবে রিমোট কন্ট্রোল পরিচালিত লাইভ ক্যামেরা, যা মাঠের বিভিন্ন কোণ থেকে খেলার দৃশ্য ধারণ করবে। বোর্ডের পরিকল্পনা অনুযায়ী, এটি আইপিএলকে আরও আকর্ষণীয় এবং সোশ্যাল মিডিয়া-বান্ধব করে তুলবে।

‘অলওয়েজ লাইভ’ ফিল্ড প্লেসিং: দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা

এতদিন খেলার সম্প্রচারে মাঠের ফিল্ডিং প্লেসিং স্পষ্টভাবে বোঝা যেত না। এবার সেই সমস্যা দূর করতে আসছে ‘অলওয়েজ লাইভ’ ফিল্ড প্লট। টিভি দর্শকেরা এবার লাইভ ম্যাচ চলাকালীন ফিল্ড প্লেসিং স্পষ্টভাবে দেখতে পারবেন। এমনকি, প্রয়োজনে বিশেষ ক্যামেরার মাধ্যমে সেই প্লেসিংকে আরও ভালোভাবে উপস্থাপন করা হবে।

ক্রিকেটারদের ‘থ্রি ডি’ প্রেজেন্টেশন

এবার আইপিএলে নতুন চমক হিসেবে থাকছে ক্রিকেটারদের থ্রি-ডি প্রেজেন্টেশন। কেউ ব্যাট করতে নামলে তার অনন্য সব পরিসংখ্যান এবং অতীত পারফরম্যান্স থ্রি-ডি গ্রাফিক্সের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে। প্রযুক্তির এই নতুন সংযোজন আইপিএলকে এক ভিন্ন মাত্রায় নিয়ে যাবে।

সবমিলিয়ে, ২০২৫ সালের আইপিএল হতে চলেছে প্রযুক্তি আর ক্রিকেটের এক অনন্য মেলবন্ধন। ক্রিকেটপ্রেমীদের জন্য এ এক রোমাঞ্চকর অভিজ্ঞতা হতে চলেছে, যেখানে খেলার উন্মাদনার সঙ্গে মিলবে আধুনিক প্রযুক্তির ছোঁয়া!

Related Articles