খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য সূর্য-রাহুলদের বার্তা দিলেন রিজওয়ান

Rizwan gives message to Surya-Rahul to play in Champions Trophy

Truth Of Bengal: পাকিস্তানে আয়োজিত আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত অংশগ্রহণ করবে না। এই কথা আগেই জানিয়ে দিয়েছিল বিসিসিআই। এরপরই ক্রিকেটপ্রেমীদের মধ্যে পক্ষে, বিপক্ষে শুরু হয়েছে   জোড় আলোচনা। এবার আসরে নামলেন পাকিস্তান ক্রিকেটার মহম্মদ রিজওয়ান।

এই মুহূর্তে অস্ট্রেলিয়া সফরে রয়েছে পাকিস্তান দল। সেখানে অজিদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবেন রিজওয়ান-শাহিন শাহ আফ্রিদিরা। সেই ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই পাক ক্রিকেটার জানান, কেএল রাহুল, সূর্যকুমার যাদব সহ ভারতীয় দলের সমস্ত ক্রিকেটারকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি পাকিস্তানে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণের জন্য। তবে এটা আমার সিদ্ধান্ত নয়। এটা পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত। আমরা এখনও আশাবাদী ভারত হয়তো তার এই সিদ্ধান্ত বদল করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করবে।

প্রসঙ্গত, শুধু রিজওয়ান নয়, এর আগে ডারবানে এক পাক ক্রিকেট সমর্থক সূর্যকুমার ও রিঙ্কু সিংকে পাকিস্তানে না যাওয়া নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল। উল্লেখ্য, ইতিমধ্যেই বিসিসিআই ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থাকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের খেলা সম্ভব নয়। কারণ হিসেবে বলা হয়েছে বর্তমানে দুই দেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতা এবং ক্রিকেটারদের নিরাপত্তাজনিত সমসম্যার কারণেই ভারতের এমন সিদ্ধান্ত। তাই এ ক্ষেত্রে হাইব্রিড মডেল অনুসরণ করার কথা বিসিসিআই বললেও, পিসিবি তা মানতে নারাজ। তা নিয়েই এখন চলছে জোড় তরজা। যদিও এখনও অবধি এই ট্রফির ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত কিছু সিদ্ধান্ত গ্রহণ করেনি আইসিসি।

এদিকে বিসিসিআইয়ের পাকিস্তানে না খেলার, এবং হাইব্রিড মডেলে ম্যাচ করা নিয়ে পাকিস্তান সরকারের সঙ্গে গোটা পরিস্থিত নিয়ে আলোচনা বসেন পিসিবি কর্তারা। সংবাদসংস্থা সূত্রে খবর, পাকিস্তান সরকারের পক্ষ থেকে পিসিবেকে জানিয়ে দেওয়া হয়েছে বিসিসিআইয়ের হাইব্রিড মডেলের দাবি কোনওভাবেই মানবে পাকিস্তান। অর্থ্যাৎ চ্যাম্পিয়ন্স ট্রফির একটি ম্যাচে দেশের বাইরে করতে দিতে নারাজ তারা।

এই প্রসঙ্গে পিসিবির এক কর্তা জানান, পাকিস্তান আগামী আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজিত দেশ। কাজেই পাকিস্তানের বাইরে গিয়ে এই টুর্নামেন্টের কোনও খেলার সিদ্ধান্ত পাকিস্তান মেনে নেবে না। এবং তাঁদের সরকারের সিদ্ধান্ত পিসিবি ইতিমধ্যেই ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থাকেও জানিয়ে দিয়েছে বলে জানান ওই কর্তা।

Related Articles