খেলা

ধোনির অবসর নিয়ে মুখ খুললেন ঋুতুরাজ

Rituraj opens up about Dhoni's retirement

Truth Of Bengal:  ১৮তম আইপিএল সবে শুরু হয়েছে। তার মধ্যেই নতুন জল্পনা আবার তৈরি হয়েছে চেন্নাই সুপার কিংসের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে। এবার মাহির অবসর নিয়ে মুখ খুললেন দক্ষিণের দলটির অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়।

ধোনি এবারের চেন্নাই শিবিরে যোগ দিতে আসেন, তখন তাঁর টি শার্টে লেখা ছিল ‘এটিই শেষ বার।’ এরপরই মাহির গায়ের টি শার্টে এইরকম লেখা দেখে বিস্মিত হয়েছিলেন অনেকেই। তাঁদের মধ্যে অনেকেই ভেবেছিলেন এবারই হয়তো শেষ আইপিএল- ম্যাচ খেলবেন মাহি।

কিন্তু শনিবার এই বিষয়ে ধোনির কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমার যত দিন মন চাইবে আমি ঠিক ততদিনই খেলব। চেন্নাই আমার ঘরের দল। আমি যদি হুইল চেয়ারে বসেও থাকি, তবেও কর্তৃপক্ষ আমাকে ছাড়বে না।’ সুতরাং ধোনির এই বক্তব্য থেকে স্পষ্ট যে, চেন্নাই সুপার কিংসের প্রাক্তন অধিনায়কের এখনই অবসরের কোনও ভাবনা নেই।

ধোনির সঙ্গে তাল মিলিয়ে চেন্নাই দলের অধিনায়ক ঋুতুরাজ বলেন, ‘ধোনি সব সময়ই আমাদের সঙ্গে রয়েছেন। শচীন ৫০ বছর বয়সেও দূরন্ত খেলছেন। ব্যাট হাতে শচীনের এই পারফরম্যান্স আমরা সকলেই দেখতে পাচ্ছি। শচীন যদি খেলতে পারেন, তাহলে ধোনি কেন পারবেন না?’ চেন্নাই অধিনায়ক আরও বলেন, ‘ধোনি সকলের অনুপ্রেরণা। বিশেষ করে আমার তো বটেই। আমরা সকলেই জানি, মাহি যখন মাঠে নামেন, তখন সব সময়ই তাঁর সেরাটা দিতে চান। দলের কথা চিন্তা করেন। আমি ধোনিকে আগেও যেমন দেখেছি, এখনও সেইরকমই দেখছি। আশাকরি এবারও তার ব্যতিক্রম হবে না।’

শুধু ঋুতুরাজই নন, ‘ধোনির পাশে দাঁড়িয়ে নিজের মত ব্যক্ত করেছেন প্রাক্তন বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য সুনীল গাভাসকরও। মাহির পাশে নিজের সমর্থনের বার্তা দিয়ে গাভাসকর বলেন, ‘যখনই ধোনিকে তাঁর অবসর নিয়ে প্রশ্ন করা হয়, তখনই মাহি তাঁর পারফরম্যান্সেই জবাব দিয়েছেন। সুতরাং আমরা কেন ধোনিকে নিয়ে বার বার এইরকম প্রশ্ন করবো? এটা একদম উচিত নয়।’

 

Related Articles