খেলা

অন্ধকারে পৃথ্বীর আইপিএল ভবিষ্যৎ, আইপিএলে একেবারেই ব্রাত্য পৃথ্বী!

Rishabh returned but where did the young cricketer Prithvi go

The Truth of Bengal: ৪৫৪ দিন পর ফিরেছেন ঋষভ পন্থ । এতগুলো মাস পর ঋষভ পন্থ ফেরায় খুশি দিল্লি ম্যানেজমেন্ট। খুশি ঋষভ নিজেও। প্রশ্নটা অন্য জায়গায়। ঋষভ ফিরলেও তরুণ ক্রিকেটার পৃথ্বী কোথায় গেলেন?  এই প্রশ্নটা রয়েই যাচ্ছে তাকেনিয়ে। প্রথম একাদশে দেখা যাচ্ছে না। দিল্লি ক্যাপিটালের এবারের রণনীতি কি তা নিয়ে  প্রশ্ন উঠছে। এই তরুণ খেলোয়াড় কে নিয়ে বেশ প্রশ্ন রয়েছে । চলতি আইপিএলে দিল্লিতে ক্যাপিটালসের হয়ে  তাকে কতটা দেখা যাবে ! ভারতীয় ক্রিকেট দলে পৃথ্বীর দরজা কার্যত বন্ধ হয়ে গিয়েছে। ২০১৮ সাল থেকে দিল্লি ক্যাপিটালস এর সঙ্গে সম্পর্ক পৃথ্বী শ’র। কিন্তু এবার সেই তারকাকে দেখা যাচ্ছে না প্রথম একাদশে।

পৃথ্বী শ সম্পর্কে তেমন ভাবে মুখ খুলছে না ম্যানেজমেন্ট। সৌরভ গঙ্গোপাধ্যায় শুধু বলেছেন, পৃথ্বী একজন ভালো  ওপেনার। দলের ভাবনা তে থাকলেও প্রয়োজন মার্শ এবং ওয়ার্নারদেরকে। দিল্লি ক্যাপিটালসের  হয়ে এখনো পর্যন্ত ৭১ টি ম্যাচে১,৬৯৪  রান করেছেন পৃথ্বী। প্রথম একাদশ ও যে পাঁচজনের ইম্প্যাক্ট প্লেয়ার এর তালিকা রয়েছে সেই তালিকা তো ঠাঁই হয়নি পৃথ্বীর শ’র। এখনো পৃথ্বীর শ নজর কাড়তে পারেনি, দিল্লি ক্যাপিটালসের ম্যানেজমেন্টের। গত বছর আগষ্ট মাসে চোট আঘাতে ছিটকে গিয়েছিলেন পৃথ্বী তারপর তার অস্ত্রপচারও করা হয়। ফেব্রুয়ারি পর্যন্ত  তাঁকে ২২ গজে সেইভাবে দেখতে পাওয়া যায়নি।

আপাতত তিনি ফিট । দলের সঙ্গে রয়েছেন তবে এর পরবর্তীতে তিনি কতটা নজর কাড়বেন তা একটা প্রশ্নের মধ্যে রয়েছে। না কি পৃথ্বী এখনও পর্যন্ত পুরোপুরি ফিট হতে পারেন? পৃথ্বীর কি চোটের সমস্যা রয়েছে? নাকি দিল্লি ক্যাপিটালস ম্যানেজমেন্ট এই তরুণ ব্যাটারের থেকে নিজের মুখ ফিরিয়ে নিতে চাইছে ? প্রশ্ন একাধিক , উত্তর নেই। এদিকে বিশেষজ্ঞরা বলছেন , পৃথ্বী শ’র মতো একজন আন্তর্জাতিক ক্রিকেটারকে ডাগ-আউটে বসিয়ে রাখা উচিত নয়। ওকে এভাবে  বসিয়ে রাখা হলে  ওর পক্ষে রান করে নিজেকে প্রমাণ করা  সম্ভব না।

Related Articles