দুর্ঘটনার পর টেস্ট ক্রিকেটে ফিরেই দুর্দান্ত সেঞ্চুরি করলেন ঋষভ পন্থ
Rishabh Pant scored a great century after returning to Test cricket after the accident

Truth Of Bengal: ঋষভ পন্থ দুর্দান্ত সেঞ্চুরি করে টেস্ট ক্রিকেটে তার প্রত্যাবর্তন উদযাপন করেছেন। বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্টের তৃতীয় দিনেই সেঞ্চুরি পূর্ণ করলেন তারকা ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটসম্যান। এর মাধ্যমে তিনি ধোনির সমান।
ঋষভ, বাংলাদেশের বিপক্ষে তার শেষ টেস্ট খেলেছিলেন। ২০২২ সালের ডিসেম্বরে একটি সড়ক দুর্ঘটনার শিকার হন। যাতে তিনি গুরুতর আহত হন। সেই ঘটনার দেড় বছরেরও বেশি সময় পর, টেস্ট ক্রিকেটে ফিরে আসেন ঋষভ এবং প্রথম ম্যাচেই দুর্দান্ত সেঞ্চুরি করলেন। ভারতীয় উইকেটরক্ষক হিসেবে এমএস ধোনির সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডও সমান করলেন তিনি।
Just @RishabhPant17 things 🤟🤟
Live – https://t.co/jV4wK7BgV2… #INDvBAN@IDFCFIRSTBank pic.twitter.com/WSYpvqwzr1
— BCCI (@BCCI) September 21, 2024
দুর্দান্ত সেঞ্চুরির পর আউট হন ঋষভ পন্থ। তিনি ১২৮ বলে করেন ১০৯ রান। পন্থের ইনিংসে ছিল ১৩টি চার ও ৪টি ছক্কা। এর পর অবশ্য প্যাভিলিয়নে তাঁকে ফেরান মেহেদি হাসান মিরাজ।
দ্বিতীয় ইনিংসে ২৩৪ রানে ৪ উইকেট হারিয়েছে ভারত। ৪৬১ রানের লিড নিয়েছে টিম ইন্ডিয়া।