খেলা

বিসিসিআইয়ের তরফ থেকে ঋষভকে ছাড়পত্র

Rishabh cleared by BCCI

The Truth of Bengal: ভয়াবহ অ্যাকসিডেন্টের পর থেকে আর ২২ গজে ফেরা হয়নি ঋষভ পন্থের । তবে এবারের আইপিএল দিয়েই ক্রিকেট দুনিয়ায় প্রত্যাবর্তন করতে চলেছেন ঋষভ পন্থ । দিল্লি ক্যাপিটালসের তরফ থেকেও সেই ইঙ্গিত বেশ কিছুদিন আগেই থেকেই দেওয়া হয়েছিল। অবশেষে বোর্ডের তরফ থেকেও ঋষভ ছাড়পত্র পেয়েছেন । দীর্ঘদিন ধরে ২২ গজ এ না থাকার কারণে ২২ গজ কে তিনি মিস করেছেন । এবং ফিরে আসার জন্য বহু কষ্ট করেছেন তিনি । বিভিন্ন সময়ে তার নানান ভিডিও ভাইরাল হয়েছে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দর্শকদেরকে বারংবার বার্তা দিতে চেয়েছেন তিনি ফিরে আসছেন।

বিসিসিআই এর তরফ থেকে  এবার এক্সে বলা হয়েছে , ২০২২ সালের ডিসেম্বর মাসে এক ভয়াবহ দুর্ঘটনার পর প্রায় ১৪ মাস ধরে রিহ্যাব চালানোর পর ঋষভ পন্থকে আইপিএল খেলার ছাড়পত্র দেওয়া হচ্ছে। তিনি বহুদিন ধরেই অপেক্ষায় রয়েছেন মাঠে নামার জন্য । অবশেষে তাঁর সেই ইচ্ছা পূরণ হতে চলেছে । এর আগে ঋষভ যখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তখন , একাধিক ভিডিও সামনে এনেছেন যা ভাইরাল হয়েছে।

যেখানে দেখা গিয়েছিল ঋষভ ক্রাচ ছেড়ে হাঁটার চেষ্টা করছেন । এনসিএতে জোরকদমে রিহ্যাব চলেছে ঋষভ পন্থের । কয়েকদিন আগেই তাঁর জিম সেশনের একটি ভিডিও সকলের সামনে এসেছিল। শুধু তাই নয় হাল্কা ব্যাটিংও যখন করতে পারছিলেন তখনও তিনি সামনে এনেছিলেন তার সেই  ভিডিও । সমর্থকদেরকে বার্তা দিয়েছিলেন ফিরে আসছেন তিনি । ক্রাচ ছেড়ে উপরে উঠে আসার ভিডিও তিনি এর আগে পোস্ট করেছেন । এদিকে আসন্ন আইপিএলে দিল্লি ক্যাপিটালস সাফল্যের রাস্তায় ঋষভের হাত ধরে ফিরবে কিনা সেটাই দেখার।

Related Articles