
The Truth of Bengal: কলকাতা নাইট রাইডার্সের পরিচিত মুখ, আইপিএলের নায়ক রিঙ্কু সিং জাতীয় দলে ডাক পাবেন কিনা তা নিয়ে দীর্ঘ দিন ধরে আলোচনা চলছিল। দীর্ঘ প্রতীক্ষার অবসান হল দর্শকদের জাতীয় দলে সুযোগ পেলেন রিঙ্কু সিং। অবশেষে জাতীয় দলের জার্সি গায়ে উঠতে চলেছে রিঙ্কু সিংয়ের। বিসিসিআই এর তরফ থেকে এশিয়ান গেমসের দল ঘোষণা করা হয়েছে ১৫ জনের সেই দলে নাম রয়েছে রিঙ্কু সিংয়ের। আর এর নেপথ্যে রয়েছে অজিত আগরকর।
তার নেতৃত্বেই জাতীয় নির্বাচক কমিটি রিঙ্কু কে সুযোগ দিয়েছে। রিঙ্কু সিং জাতীয় দলে ডাক পাওয়ার পর কলকাতা নাইট রাইডার্সের তরফ থেকে তাকে শুভেচ্ছা জানানো হয় টুইটারের মাধ্যমে । ১৫ জনের যে দল ঘোষণা হয়েছে সেই দলে রিঙ্কু সিং এর মতো তরুণ মুখ রয়েছে। দলে রয়েছে তিলক ভার্মা, প্রভসিমরণ সিং, জীতেশ শর্মার মতো তরুণরা। তবে দলকে নেতৃত্ব দেবেন ঋতুরাজ গায়কোয়াড়।
ইতিমধ্যেই ভারতীয় দলের হয়ে আত্মপ্রকাশ করা রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর, আবেশ খান, আর্শদীপ সিং, শিবম মাভি ও শিবম দুবেকে এশিয়ান গেমসে ফের জাতীয় দলের জার্সিতে মাঠে নামতে দেখা যাবে। ১৯ তম এশিয়ান গেমস শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে । এই টুর্নামেন্টটি আগামী ৮ অক্টোবর পর্যন্ত চলবে।