
The Truth of Bengal: দক্ষিণ আফ্রিকার সফরে রয়েছেন আলীগড়ের ছেলে রিঙ্কু সিং। ২২ গজে নামার আগে কোচ রাহুল দ্রাবিড়ের থেকে বেশ কিছু পরামর্শ পেয়েছেন রিঙ্কু।সেই কথাগুলোই তিনি জানিয়েছেন যা বিসিসিআইয়ের তরফ থেকে পোস্ট করা হয়েছে এক্স হ্যান্ডেলে।এক ছোট্ট ভিডিও ক্লিপিং এর মাধ্যমে রিঙ্কু তার অভিজ্ঞতা বলেছেন । রাহুল দ্রাবিদের কোচিং এ মুগ্ধ রিঙ্কু। দীর্ঘদিন ধরে রিংকুর ভিতরে একটা বাসনা ছিল রাহুল দ্রাবিদের কোচিং এর সান্নিধ্যে আসা । তা সফল হওয়ায় তিনি যথেষ্ট খুশি বলেই জানিয়েছেন। রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে এই প্রথমবার খেলার সুযোগ পেয়ে তিনি গর্বিত বলে উল্লেখ করেছেন।
খেলার সময় মাথা ঠান্ডা রাখার পরামর্শও দিয়েছেন দ্রাবির সেটাও উল্লেখ করেছেন রিঙ্কু। এর পাশাপাশি রিঙ্কু জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার পিচ একেবারে আলাদা যেখানে বল খুব বাউন্স হয় সেটা মাথায় রাখতে বলেছেন দ্রাবিড় । চলতি বছর আগস্টের ১৮ তারিখ রিঙ্কু পদার্পণ করেন আন্তর্জাতিক মঞ্চে। তার খেলা দেখেছেন বোর্ড কর্তারা । দেখেছেন রাহুল দ্রাবিড় , তাই রিঙ্কুর প্রতি দ্রাবিড় আশাবাদী যে তিনি ভালো খেলবেন। এদিকে বিসিসিআই এর তরফ থেকে যে পোস্ট এক্সে করা হয়েছে সেখানে লেখা হয়েছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কোচ দ্রাবিড়।
তার সান্নিধ্যেই খেলোয়াড়রা প্রস্তুতি নিচ্ছেন। রিংকু এবারও যথেষ্ট ভালো খেলবেন বলে প্রত্যয়ী কোচ। আসলে রিংকুরা উঠে আসেন অন্যকে অনুপ্রেরণা যোগানোর জন্য। আলীগড়ের রিঙ্কু অনেক চড়াই উতরায়ের মধ্যে দিয়ে উঠে এসেছেন । কঠিন জীবন সংগ্রামের মধ্যে দিয়ে এসেছে তাই তাকে তো ভালো খেলতেই হবে এটা যে তার স্বপ্ন। দীর্ঘদিনের বলা ভাল ছোটবেলা থেকে আন্তর্জাতিক মঞ্চে খেলার ইচ্ছা পূরণ হয়েছে । এখন সে স্বপ্নের চূড়ায় পৌঁছানোর জন্য অপেক্ষায় । ভালো তাকে খেলতেই হবে তাই কোচের কথা তিনি মনোযোগ সহকারে শুনেছেন এবং গুরুত্ব সহকারে মাথায় রেখেছেন।