
The Truth of Bengal: বড় প্রত্যাশা নিয়ে ভারতে আসলেও হতাশই করেছেন বাবর আজমরা। এবার আরো একটি দুঃসংবাদ শুনতে হলো পাকিস্তানকে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ইনজমাম-উল-হক। একই সঙ্গে জুনিয়র নির্বাচক কমিটি থেকেও পদত্যাগ করেছেন দেশটির সাবেক এই অধিনায়ক। ইনজামামের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড । তিনি খেলোয়াড়দের একটি এজেন্ট কোম্পানির অংশীদার বলে অভিযোগ উঠেছে। সে কারণে দলে খেলোয়াড় নির্বাচনে স্বার্থের সংঘাত তৈরি হয়েছে এমন অভিযোগ ওঠে।
এরপর পিসিবির গঠিত তদন্ত কমিটিকে ‘স্বচ্ছভাবে’ কাজ করে দেওয়ার সুযোগ করে দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ইনজামাম। জানা গিয়েছে , পিসিবির প্রধান কার্যালয়ে পদত্যাগপত্র জমা দিতে যান ইনজামাম। সেখানে পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফের দেখা পাননি তিনি। পদত্যাগ করার বিষয়ে ইনজামাম জানিয়েছেন, তিনি কোন এজেন্ট কোম্পানির সঙ্গে সম্পৃক্ত নন। যদি সে তদন্ত কমিটিতে তিনি নির্দোষ প্রমাণিত হন, তাহলে আবার দায়িত্বে ফিরবেন বলেও জানিয়েছেন সাবেক এই অধিনায়ক।
ইনজামাম একটি অনুষ্ঠানে গিয়ে বলেছেন, তিনি নিজেই এমন অভিযোগ ওঠার পর পিসিবিতে গিয়ে বোর্ডকে তদন্ত করতে বলেন। এবারের আগে ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত পাকিস্তানের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছিলেন ইনজামাম। এবার নিয়োগ পাওয়ার পরও কমপক্ষে তিনবার পদত্যাগের হুমকি দিয়েছিলেন তিনি। বিশ্বকাপে আগামীকাল বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান, এখন পর্যন্ত ৬ ম্যাচে যারা জিতেছে ২টি ম্যাচ। দলের এমন পারফরম্যান্সে প্রধান নির্বাচক ইনজামামেরও সমালোচনা হয়েছিল।
Free access