খেলা

মাঠেই মেসির জার্সি চেয়ে শাস্তির মুখে পড়লেন রেফারি

Referee faces punishment for asking for Messi's jersey on the field

Truth of Bengal: ভক্ত নন, মেসির কাছে অটোগ্রাফ চেয়েই কনক্যাফাফ-র শাস্তির মুখে পড়লেন মেক্সিকান রেফারি মার্কো আন্তনিও ওরতিজ নাভা। ব্যাপারটা অনেকের কাছে কিছু মনে না হলেও ব্যাপারটি কনফেডারেশন আইন বিরুদ্ধ বলেই মনে করেছে। তাই শাস্তির মুখে পড়লেন ওই মেক্সিকান রেফারি। তবে আন্তনিও ওরতিজকে কি ধরনের শাস্তি দেওয়া হয়েছে তা স্পষ্ট করেনি ফেডারেশন।

সংবাদ সংস্থা সূত্রে খবর, কানসাস সিটির বিপক্ষে ম্যাচ শেষে ইন্টার মিয়ামির ফুটবলার লিওনেল মেসির কাছে জার্সি চান ওই ম্যাচের দায়িত্বে থাকা রেফারি ওরতিজ। কিন্তু সেই সময় বাইরে প্রচণ্ড ঠাণ্ডার প্রকোপ থাকায় মেসি ওই রেফারিকে জার্সি না দিয়ে ড্রেসিংরুমে গিয়ে তারপর তাঁর হাতে নিজের জার্সিটি তুলে দেন।

কেন তিনি মেসির জার্সি চাইলেন এই বিষয়ে বিশেষ সূত্রে জানা গিয়েছে, পরিবারের এক সদস্যের অনুরোধেই আর্জেন্টিনার অধিনায়ক মেসির কাছে তাঁর জার্সি ও অটোগ্রাফ চেয়েছিলেন রেফারি মার্কো আন্তনিও।

প্রসঙ্গত, বৃহস্পতিবার কনকাফাফ চ্যাম্পিয়ন্স কাপের রাউন্ড ওয়ানের প্রথম লেগে ইন্টার মিয়ামি মুখোমুখি হয়েছিল কানসাস সিটির বিপক্ষে। সেই ম্যাচে মেসিরা ১-০ গোলে জয়লাভ করেন। ম্যাচের একমাত্র গোলটিও করেন আর্জেন্টিনাইন অধিনায়ক স্বয়ং।

সংবাদমাধ্যম সূত্রে খবর, কনকাফাফ ফেডারেশনের শাস্তির খবর পেয়ে ওই ম্যাচের রেফারি মার্কো ফেডারেশনের সিদ্ধান্ত মেনে নিয়েছেন। এবং নিজের ভুল স্বীকারও করেছেন।

Related Articles