খেলা

সুপার কাপে ভালে ফলের জন্য জোরদার অনুশীলন লাল-হলুদের

Red-yellows practice hard for good results in Super Cup

Truth Of Bengal: সামনেই সুপার কাপ। আগামী ২০ তারিখ উদ্বোধনী ম্যাচে কেরল ব্লাস্টার্সের বিপক্ষে অভিযান শুরু করবে অস্কার ব্রুজোর দল। সেই কারণে রাজারহাটে এক্সিলেন্সি গ্রাউন্ডে বিগত কয়েকদিন ধরেই জোরদার অনুশীলন করছেন ইস্টবেঙ্গল ফুটবলাররা। বুধবারও তার ব্যতিক্রম ছিল না।

দলের প্রত্যেক খেলোয়াড়কে নিয়েই অনুশীলন সারলেন কোচ অস্কার। আইএসএল দল ব্যর্থ হয়েছে, ব্যর্থ হতে হয়েছে এএফসি-তেই। কাজেই সুপার কাপ জেতার দিকেই এখন মূল লক্ষ্য লাল-হলুদ কোচের। কেননা গতবার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন্স হয়েছিল লাল-হলুদ। কাজেই এবারও সুপার কাপে ভাল ফলের মরিয়া আনোয়ার-মহেশরা। প্রত্যেক দিন অনুশীলনে ফুটবলারদের ভুলভ্রান্তিগুলো বার বার করে  বুঝিয়ে দিচ্ছেন লাল-হলুদের হেডস্যার। কোচের পাশাপাশি খেলোয়াড়রাও সুপার কাপে ভাল ফল করতে মরিয়া।

Related Articles