কন্যাশ্রী কাপে বড় জয় দিয়ে অভিযান শুরু লাল-হলুদের
Red-Yellow start campaign with big win in Kanyashree Cup

Truth of Bengal: সদ্য আইডব্লুএল-র খেতাব জয় করেছে ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দল। এবার লাল-হলুদের প্রমীলা বাহিনীর লক্ষ্য হচ্ছে কন্যাশ্রী কাপ খেতাব জয় করা। শুক্রবার এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছিল অ্যান্থনি অ্যান্ড্রুজের দল। খেলায় বড় জয় তুলে নিল লাল-হলুদ। ৮-১ গোলের ব্যবধানে তারা পরাজিত করেছে মৈত্রী সাংসদকে।
কিশোর ভারতী স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে লালহলুদের মহিলা খেলোয়াড়রা প্রথম থেকেই প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করতে থাকে। তাদের ক্রমাগত আক্রমণে কার্যত দিশেহারা হয়ে মৈত্রী সাংসদের ফুটবলাররা। ফলে প্রতিপক্ষকে সব বিভাগে টেক্কা দিয়ে বড় ব্যবধানে জয় পেতে খুব একটা কাঠখড় পোহাতে হল না ইস্টবেঙ্গলের মহিলা ব্রিগেডকে।
ম্যাচে ইস্টবেঙ্গলের হয়ে জোড়া গোল করেন সুলঞ্জনা রাউল ও দেবলীনা। এছাড়া বাকি গোলগুলি করেন সিন্ডি, সুজেস, সুস্মিতা লেপচা ও কার্থিকা। উদ্বোধনী ম্যাচে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, দমকলমন্ত্রী সুজিত বসু আইএফএ সচিব অনির্বাণ দত্ত, সুব্রত দত্ত সহ বিশিষ্ট জনেরা।