খেলা

চ্যাম্পিয়ন্স লিগে জয়ের সরণীতে ফিরল রিয়াল মাদ্রিদ

Real Madrid returns to winning ways in the Champions League

Truth Of Bengal: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টানা দু ম্যাচ হেরে অবশেষে জয়ের সরণীতে ফিরল কার্লো আনসেলত্তির রিয়াল মাদ্রিদ। বুধবার ৩-২ গোলে মাদ্রিদের ক্লাবটি হারাল আটলান্টাকে। তবে জয় পেলেও রিয়ালকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল আটলান্টা। রিয়ালের জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন বেলিংহ্যাম, ভিনিসিয়াস ও এমবাপে জুটি।

এই ম্যাচে রিয়ালকে প্রথম এগিয়ে দেন ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপে। ম্যাচের বয়স তখন ১০ মিনিট। এরপর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে সমতায় ফেরে আটলান্টা। পেনাল্টি থেকে তাদের সমতায় ফেরান কাটেলারে।

এরপরই বিরতি থেকে ফিরে এসে ফের গোলের খাতা খোলে রিয়াল। এবার আনসেলত্তির দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ভিনিসিয়াস জুনিয়ার। তিন মিনিট কাটতে না কাটতেই আবার গোলের সন্ধান পায় রিয়াল। এবার স্কোরশিটে নাম তোলেন জুডে বেলিংহ্যাম। অবশ্য এই গোলের পর ৬৫ মিনিটে আটলান্টার হয়ে ফের ব্যবধান কমান আদেমোলা। কিন্তু শেষরক্ষা আর হয়নি।

রিয়ালের মত এই টুর্নামেন্টের অপর ম্যাচে জয় পেল বায়ার্ন মিউনিখ-ও। ৫-১ গোলের ব্যবধান জার্মান কিলাররা হারাল ইউক্রেনের ক্লাব শাখতার ডনেস্ককে। ম্যাচের প্রথমে পিছিয়ে পড়েছিলে ভিনসেন্ট কোম্পানির দল। জার্মান ক্লাবটির হয়ে জোড়া গোল করেন ওলিসে। এছাড়া বায়ার্নের হয়ে বাকি গোলগুলি করেন লামিয়ের, থমাস মুলার ও মুশিয়ালা। এদের পাশাপাশি জয় পেয়েছে পিএসজি-ও। ৩-০ গোলের ব্যবধানে পিএসজি হারাল আরবি সালজবুর্গকে।

Related Articles