লা লিগায় ম্যাচ জিতে দু-এ উঠে এল রিয়াল, সিরিএ-তে শীর্ষস্থান হারাল নাপোলি
Real Madrid move up to second in La Liga after winning the match, Napoli lose top spot in Serie A

Truth Of Bengal: ইউরোপের শীর্ষ লিগ গুলি এখন প্রায় শেষের মুখে। এই অবস্থায় বেশ জমে উঠেছে লা লিগা এবং সিরিএ-সহ অন্যান্য লিগের ম্যাচ। যেমন উদাহরণ হিসাবে বলা যেতেই পারে লা লিগার পয়েন্ট টেবিল। শনিবার অ্যাটলেটিকোকে সরিয়ে এক নম্বরে উঠে এসেছিলেন হ্যান্সি ফ্লিকের বার্সা। তারপর রবিবার আবার দুইয়ে থাকা অ্যাটলেটিকোকে সরিয়ে দিল রিয়াল মাদ্রিদ।
রবিবার গুরুত্বপূর্ণ ম্যাচে মাদ্রিদ জায়ান্টরা ২-০ গোলের ব্যবধানে হারাল জিরোনাকে। ম্যাচে রিয়ালের হয়ে গোল করেন লুকা মদ্রিচ ও ভিনিসিয়াস জুনিয়র। ম্যাচ জয়ের সঙ্গে সঙ্গে ২৫ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল আনসেলত্তির দল। তবে গোল পার্থক্যে এগিয়ে থাকার সুবাদে প্রথম স্থানই ধরে রাখল বার্সা। অপর দিকে দুই থেকে তিন নম্বরে নেমে গেল অ্যাটলেটিকো মাদ্রিদ।
অপর দিকে সিরি-এতে পয়েন্ট টেবিলের এক নম্বরে থাকা নাপোলির ঘাড়ে নিশ্বাস ফেলছিল ইন্টার মিলান। অবশেষ সেই নাপোলিকে টপকেই পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল ইন্টার। রবিবার ইন্টার জিওনাকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে জয় তুলে নেয়। ইন্টারের হয়ে একমাত্র গোলটি করেন লাওতারো মার্তিনেজ।
এই লিগের অপর ম্যাচে পচা শামুকে পা কাটল এতদিন শীর্ষে থাকা নাপোলির। কমোর কাছে ২-১ গোলের ব্যবধানে হারতে হল প্রয়াত মারাদোনার প্রাক্তন ক্লাবকে। ম্যাচ হেরেই পয়েন্ট টেবিলের শীর্ষস্থান খোয়ালো নাপোলি। কমোর হয়ে একটি গোল করেন আসানো দিয়াও। অপর একটি গোল আত্মঘাতী।
এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটিকে ২-০ গোলে হারাল লিভারপুল। লিভারপুলের হয়ে দুটি গোল করেন মহম্মদ সালাহ ও ডমিনিক সোজোবসজালাই। ম্যাচ জিতে ইংলিশ প্রিমিয়ার লিগ খেতাব জয়ের দৌড়ে অনেকটাই এগিয়ে গেল আর্নে সল্টের দল। ২৭টি ম্যাচ খেলে তাদের সংগ্রহ ৬৪ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের সংগ্রহ ৫৩ পয়েন্ট।