খেলা

কোপা দেল রো-র ফাইনালে রিয়াল, গ্যালারিতে ম্যাচ দেখলেন রাফা

Real Madrid in Copa del Rey final, Rafa watches the match in the gallery

Truth Of Bengal: ঘরের মাঠে কোপা দেল রো-র ফিরতি সেমিফাইনালে যে রিয়ালকে এক কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিলেন রিয়াল সোসিয়াদের ফুটবলাররা। এই ম্যাচে মাদ্রিদ জায়ান্টদের যে এইরকম কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে তা হয়ত স্বপ্নেও ভাবেননি রিয়াল ফুটবলাররা। কিন্তু বাস্তবে হতে হয়েছিল ঠিক সেইরকম ঘটনার।

নিজেদের ঘরের মাঠ বলে কথা। আর প্রিয় দল যখন মাঠে খেলছে, তখন এই সুযোগ আর হাতছাড়া করেননি রাফায়েল নাদাল। একটা সময় গ্যালারিতে দলের চিন্তায় গালে হাত দিয়ে বসেও থাকতে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু অগণিত রিয়াল ভক্তের পাশাপাশি রাফারও সেই চিন্তা দূর হল ম্যাচের ১১৫ মিনিটে। যখন কি না জার্মান ডিফেন্ডার রুডিগার রিয়াল সোসিয়াদের জালে বলটি জড়িয়ে দেন। ফলে দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে ম্যাচে জিতে কোপা দেল রো-র ফাইনালে পৌঁছে গেল রিয়াল মাদ্রিদ।

সান্তিয়াগো বার্নাব্যুতে আয়োজিত ম্যাচে একটা সময় যেন চলছিল গোলের বন্যা। ম্যাচের ১৬ মিনিটে  রিয়াল সোসিয়াদকে এগিয়ে দেন বারেনটেক্সা। এরপর ৩০ মিনিটে রিয়ালকে সমতায় ফেরান এন্দ্রিক। তারপর রিয়ালকে আত্মঘাতী গোলে ফের পিছিয়ে দেন ডেভিড আলবা। এরপর ফের সোসিয়াদকে এগিয়ে দেন মাইকেল ওয়ারজাবাল।

কিন্তু ৮২ মিনিটে আবার আনসেলত্তির দলকে সমতায় ফেরান জুডে বেলিংহ্যাম। চার মিনিট যেতে না যেতেই আবার গোল রিয়ালের। এবার স্কোরশিটে নাম তোলেন তুচুমেনি। কিন্তু হলে কি হবে, আবার সোসিয়াদ গোলের দেখা পায়। এবার রিয়াল সোসিয়াদকে সমতায় ফেরান ওয়ারজাবাল।

এই গোলের পর সবাই যখন ধরে নিয়েছেন ম্যাচে আর হয়ত সমতায় ফিরতে পারবে না আনসেলত্তির দল। ঠিক সেই সময়ই জ্বলে উঠলেন রিয়ালের জার্মান ডিফেন্ডার রুডিগার। ম্যাচে সমতায় ফিরল রিয়াল। গ্যালারিতে আনন্দে মাতলেন সমর্থকরা। বাদ গেলেন না টেনিস নক্ষত্র রাফায়েল নাদাল-ও। ম্যাচ জেতার সঙ্গে সঙ্গে পাঁচ বছর আগের এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে হারের মধুর বদলা নিয়ে নিলেন রুডিগার, ভিনিসিয়াস জুনিয়াররা।

Related Articles