মুম্বইয়ের বিপক্ষে জয়ের কৃতিত্ব বোলারদের দিলেন আরসিবি অধিনায়ক
RCB captain credits bowlers for win against Mumbai

Truth Of Bengal: ওয়াংখেড়ে মুম্বই ইন্ডিয়ান্সের ঘরের মাঠ। সেই মাঠেই হার্দিক বাহিনীকে পরাজিত করে ম্যাচের সেরা হলেন বেঙ্গালুরু অধিনায়ক রজত পাতিদার। ম্যাচে দলের কঠিন সময়ে ব্যাট হাতে অধিনায়কের মতো ব্যাটিং উপহার দিয়ে ম্যাচের সেরা হয়ে উঠলেন আরসিবি অধিনায়ক রজত পাতিদার। তবে ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে তিনি কৃতিত্ব নিজের কাঁধে না নিয়ে দিলেন দলের বোলারদের।
সাংবাদিক সম্মেলনে রজত জানান, ‘ওয়াংখেড়েতে হার্দিকদের বিপক্ষে ম্যাচে দারুণ একটা লড়াই উপভোগ করলাম। ওদের বিপক্ষে ম্যাচ জিততে গেলে আমাদের সব বিভাগেই নিজেদের সেরাটা দিতে হত। আমি খুশি দলের ছেলেরা সেটা করতে পারায়। তবে বোলাররা যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তাতে আমি সত্যিই খুশি। এমন লড়াই দেখতে কার না ভাল লাগে। আসলে এই ম্যাচের সেরা আমার দলের বোলাররাই।’
কেন দলের বোলারদেরকে সেরা বাছলেন পাতিদার তার ব্যাখ্যা করতে গিয়ে আরসিবি অধিনায়ক জানান, ‘ওয়াংখেড়েতে প্রতিপক্ষ দলের ব্যাটারদের আটকে রেখে তাঁদের চাপে ফেলা যে কতটা কঠিন কাজ, তা বোলাররা ছাড়া কেউ জানেন না। অথচ হার্দিক-রোহিতদের বিপক্ষে আমার বোলাররা সেই কাজটাই করে দেখিয়েছেন। পেসাররা লাইন-লেংথ বজায় রেখে বল করেছেন। ক্রুণাল নিজের শেষ ওভারটাতেও দারুণ বোলিং করেছেন। সব মিলিয়ে বলতে আমার দ্বিধা নেই, আমার দলের বোলাররা মুম্বইয়ের বিপক্ষে কলজের জোড় রেখেই বোলিং উপহার দিয়েছেন।
এরপর রজতকে মুম্বই ব্যাটিংয়ের সময় ১৭তম ওভারে টাইম আউট নিয়ে প্রশ্ন করা হলে আরসিবি অধিনায়ক জানান, ‘আমরা সবাই মিলে চেয়েছিলাম সকলে মিলে একসঙ্গে লড়াই করতে। যাতে আমাদের লড়াইকে দেখে প্রতিপক্ষ অনেকটা চাপে পড়ে যায়। আর সেই সময়ই আমরা সকলে মিলে ঠিক করে নিই, শেষ ওভারে ক্রুণালকে দিয়েই বোলিং করানো হবে।’
ওয়াংখেড়েতে প্রতিপক্ষ মুম্বইয়ের বিপক্ষে নিজের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে আরসিবি অধিনায়ক জানান, ‘ওয়াংখেড়েতে সব সময়ই ব্যাটাররা বিশেষ সুবিধা পেয়ে থাকেন। এককথায় বল দারুণভাবে ব্যাটে আসছিল। পাশাপাশি উইকেটে যথেষ্ট বাউন্স ছিল। মুম্বই বোলারদের মধ্যে একমাত্র হার্দিককেই আমরা একটু দেখে খেলছিলাম। হার্দিক যখন নিজের ওভার শেষ করে, তখনই সিদ্ধান্ত নিয়ে ফেলি এবার পুরোপুরি আক্রমণে গিয়ে মুম্বইয়ের বোলারদের মধ্যে চাপ সৃষ্টি করার।’
সবশেষে সুযশ শর্মাকে ইমপ্যাক্ট বোলার হিসাবে খেলানোর ব্যাখ্যা দিতে গিয়ে আরসিবি অধিনায়ক জানান, ‘সুযশ একজন রিস্ট স্পিনার। এই ফর্ম্যাটের ক্রিকেটে রিস্ট স্পিনারদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। সুযস ভাল বোলিং উপহার দিয়েছে। আমরা ওর পারফরম্যান্সে খুশি।’