বুমরার মধ্যে ম্যালকম মার্শালের ছোঁয়া দেখছেন রবি শাস্ত্রী
Ravi Shastri sees Malcolm Marshall's touch in Bumrah

Truth Of Bengal: চলতি বছরে পাঁচ টেস্টের বর্ডার-গভাসকর ট্রফিতে দূরন্ত ছন্দে ভারতীয় পেসার যশপ্রীত বুমরা। ইতিমধ্যেই তিনটি টেস্ট হয়ে গিয়েছে। তার মধ্যে বুমরা যেভাবে অস্ট্রেলিয়ার পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে তাঁর ফর্মের ধারাবাহিকতা বজায় রেখেছেন তা এককথায় অসাধারণ বলেও বর্ণনা করেছেন প্রাক্তন জাতীয় দলের কোচ। এবং বুমরার এই পারফরম্যান্স যে তাঁকে প্রয়াত ক্যারিবিয়ান পেসার ম্যালকম মার্শালকেই মনে করাচ্ছে বলে জানাতেও ভুললেন না শাস্ত্রী।
এই প্রসঙ্গে শাস্ত্রী জানান, ম্যালকম যেভাবে ব্যাটারদের দুর্বলতাগুলি চটজলদি নজর করে নিতেন, সেই ক্ষমতা রয়েছে বুমরার মধ্যেও। আর সেই কারণেই বুমরা নিজেকে ব্যাটারদের কাছে এত ভয়ঙ্কর করে তুলেছেন। ঠিক যেমনটা আমাদের সময়ে করতেন মার্শাল। যাঁর ভয়ঙ্কর বোলিং আজও ভুলতে পারেননি ক্রিকেট বিশেষজ্ঞরা।
শাস্ত্রী বুমরার প্রশংসা করে বলেছেন, একজন পেসার যদি কতটা ছন্দে আছে বলেই সে তিন টেস্ট মিলিয়ে ২১টি উইকেট ঝুলিতে পুড়েছে। এটা কম বড় কথা নয়। বুমরা যেভাবে তাঁর ধারাবাহিকতা ধরে রাখছে প্রতিটি ম্যাচে তাঁর প্রশংসা আলাদাভাবে করতেই হবে।
এছাড়া উদাহরণ হিসাবে শাস্ত্রী তুলে ধরেন বুমরার কপিল দেবের ৫১ উইকেট নেওয়ার রেকর্ড স্পর্শ করার নজিরও। এবং আর একটি উইকেট নিলেই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে তিনি যে দেশের মধ্যে এক নম্বর বোলার হিসেবে সর্বাধিক উইকেট নেওয়ার কৃতিত্বও অর্জন করবেন। সুতরাং একজন পেসার তাঁর চূড়ান্ত ছন্দে না থাকলে পারফরম্যান্স করার পাশাপাশি একের পর এক নজির ভাঙতে পারেন না বলেই জানান শাস্ত্রী।
সবশেষে প্রাক্তন জাতীয় কোচ জানান, এই সিরিজে এখনও অবধি তিনটি টেস্ট হয়েছে। সেই টেস্ট গুলিতে বুমরা যেভাবে ম্যাকসুইনিকে বল হাতে নাস্তানাবুদ করেছে, তা এককথায় অসাধারণ। কেননা, সিরিজ শুরু হওয়ার আগে ম্যাকসুইনিকে নিয়ে তুমুল হইচই হয়েছিল অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমগুলিতে।
কিন্তু প্রতিটি ম্যাচেই বুমরা যেভাবে ম্যাকসুইনির বিপক্ষে জ্বলে উঠেছেন তা ওঁর পক্ষেই সম্ভব। এবং বুমরা যে সব সময়ই চ্যালেঞ্জ নিতে ভালবাসেন সে কথাও জানাতে ভুললেন না। শাস্ত্রী। তিনি বলেন, বুমরা সব সময়ই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের পিচে বল করতে বেশি পছন্দ করেন। আমার সময় ও একাই ছয় উইকেট তুলে নিয়ে অজিদের কোমর ভেঙে দিয়েছিল। সুতরাং বুমরাকেই যে মেলবোর্ন টেস্টে রোহিত ব্রিগেডের বোলিং বিভাগের সেরা অস্ত্র হবেন এই বিষয়ে কোনও সন্দেহ নেই বলেই জানান শাস্ত্রী।