
The Truth of Bengal: বিশ্বকাপের পর ছুটিতে ছিলেন শুভমান গিল । অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও খেলেননি শুভনান দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যে ম্যাচ রয়েছে সেখানেও তিনি থাকছেন না। তবে শুভমান এই মুহূর্তে দেশে নেই তিনি রয়েছেন বিদেশে। গিয়েছেন ইংল্যান্ডে । এদিকে রশিদ খান ও গিয়েছেন ইংল্যান্ডেই। দুজনের দেখা হয়ে গিয়েছে, সঙ্গে এই দুই খেলোয়াড় ছবি তুলেছেন। সেই ছবি আমার গুজরাট টাইটানসের তরফ থেকে এক্স স্যান্ডেলের পোস্ট করা হয়েছে। আইপিএলে সুপার এবং রশিদ একই দলে রয়েছেন । ফলত তো দুই সতীর্থের এভাবে একসঙ্গে দেখা হবে তা ভাবতে পারেনি সমর্থকেরাও ।
গুজরাটের তরফ থেকে যে ছবি পোস্ট করা হয়েছে সেখানেই লেখা হয়েছে অধিনায়ক কি হৃদয় জুড়েছেন। এর মাঝে রশিদের কোমরে অস্ত্র পাচারও হয়েছে। এখন ইংল্যান্ডে থাকলেও তাকে গুজরাট টাইটান্সের তরফ থেকে অধিনায়ক করা হয়েছে । এই ২৪ বছর বয়সে খেলোয়ারে মুগ্ধ গোটা দেশ। মুগ্ধ গুজরাটের কর্তারাও তাইতো তার উপরেই ভরসা রেখেছে গুজরাট কর্তারা । আইপিএল-এ গুজরাটের হয়ে দু’টি সিজনেই বেশ ভালো খেলেছেন শুভমন। ভারতীয় দলেও তিনটি ফরম্যাটেই তাঁর জায়গা পাকা। শুভমান যেন দুরন্ত ঘোড়া । তাই তো তাকে বিরাট সচিনদের সঙ্গে ও তুলনা করা হয় । তাঁকে ভারতের পরবর্তী ‘যুবরাজ’ বলেও উল্লেখ করেন কেউ কেউ।
তাকে দায়িত্ব দিতে পেরে খুশি গুজরাটের কর্তারাও । অধিনায়কত্ব মানে অনেক দায়িত্ব , সততা, একাগ্রতা, চ্যালেঞ্জ সবদিকে খেয়াল রাখতে হয় । আর এ সব দিক থেকে গিল পিছিয়ে যাবে না বলেই মত বিশেষজ্ঞদের । গিল আরো উল্লেখ করেছেন যে নতুন অভিজ্ঞতা হবে তার । এর আগে এই অধিনায়কত্বের তালিকায় ছিল রশিদ খান থাকলেও তাকে এই দায়িত্ব দেওয়া হয়নি দেওয়া হয়েছে। এত গেল দলের অন্দর সঞ্চার কথা কিন্তু গুজরাট দুই তারকা খেলোয়ার কে একসঙ্গে দেখে উৎসাহিত হয়ে পোস্ট করেছে যা সমর্থকদের নজর কেড়েছে।