ভারতীয় হকির এক দীর্ঘ যুগের অবসান,অবসর ঘোষণা হকি দলের প্রাক্তন অধিনায়ক রানি রামপাল
Rani Rampal, the former captain of the hockey team, announced his retirement

Truth of Bengal: ভারতীয় হকির এক দীর্ঘ যুগের অবসান হল। অবসর ঘোষণা করলেন ভারতীয় মহিলা হকি দলের প্রাক্তন অধিনায়ক রানি রামপাল। জাতীয় দলে অভিষেক হয়েছিল মাত্র ১৪ বছর বয়সে। দেশের জার্সিতে খেলেছেন ২৫০টি ম্যাচ। নামের পাশে রয়েছে ১০০টি গোল। অলিম্পিক্সের মঞ্চে ভারতকে নেতৃত্বও দিয়েছেন ভারতীয় হকির রানি।
রানির নেতৃত্বে টোকিও অলিম্পিক্সে চতুর্থ হয়েছিল ভারতীয় হকি দল। অলিম্পিক্সে ভারতীয় মহিলা হকি দলের সেটাই সব থেকে বড় সাফল্য। কিন্তু মাত্র ২৯ বছর বয়সেই তিনি কেরিয়ারের সমাপ্তি ঘোষণা করলেন।
অবসরের সিদ্ধান্ত নিয়ে তিনি বলেন, দারুণ একটা সফর কাটল। কখনও ভাবিনি ভারতের হয়ে এতদিন ধরে খেলব। প্রবল দারিদ্র্যের মধ্যে বড় হতে হয়েছে। কিন্তু কখনও লক্ষ্য থেকে সরিনি। আর সেই লক্ষ্যটা ছিল, একদিন ভারতের হয়ে খেলব।
মাত্র ১৫ বছর বয়সে অংশগ্রহণ করেন ২০১০-র হকি বিশ্বকাপে। সেখানে তিনি ৭টা গোল করেছিলেন। যার সাহায্যে নবম হয়েছিল ভারতীয় মহিলা দল। যা ১৯৭৮-র পর ভারতের সবচেয়ে ভাল পারফরম্যান্স ছিল।
২০১৭ এবং ২০১৮-র মহিলাদের এশিয়া কাপে রুপো জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন রানি রামপাল। ২০১৬ সালে তিনি অর্জুন সম্মান এবং ২০২০-এ খেল রত্ন পুরস্কার পান। সেই বছরই পদ্মশ্রী সম্মানে ভূষিত হন।