
Truth of Bengal: অবশেষে সমাধান হলো জটিলতার। নির্ধারিত সূচি মেনেই আগামী ৬ এপ্রিল ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে কেকেআর বনাম লখনউ সুপার জায়ান্টসের আইপিএল ম্যাচ। শুরুতে কলকাতা পুলিশ জানিয়েছিল, রামনবমীর দিন শহরের বিভিন্ন এলাকায় মিছিল এবং অতীতের অশান্তির কথা মাথায় রেখে তারা নিরাপত্তা দিতে পারবে না। এই কারণে ম্যাচ অন্যত্র সরিয়ে নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল।
প্রাথমিকভাবে ম্যাচ গুয়াহাটিতে সরিয়ে নেওয়ার কথা শোনা গেলেও শেষ পর্যন্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের হস্তক্ষেপে পরিস্থিতি বদলায়। বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি কলকাতা পুলিশ ও প্রশাসনের সঙ্গে আলোচনা করে নিশ্চিত করেন, পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হবে, এবং ম্যাচ ইডেনেই অনুষ্ঠিত হবে।
কলকাতাবাসীর জন্য এটি স্বস্তির খবর। বিশেষ করে মোহনবাগান ভক্তদের জন্য, কারণ লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা আগেও মোহনবাগানের সঙ্গে আইপিএলকে সংযুক্ত করেছেন। ম্যাচ অন্যত্র সরলে কলকাতার সমর্থকরা সেই অভিজ্ঞতা থেকে বঞ্চিত হতেন।
সূত্রের খবর, রাজ্যপাল সিভি আনন্দ বোসও ম্যাচ সরিয়ে দেওয়ার বিষয়ে অবগত ছিলেন না। তবে বিষয়টি নজরে এলে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন।
ফলে, সব জল্পনার অবসান ঘটিয়ে ৬ এপ্রিল ইডেনেই নামবে কেকেআর ও লখনউ সুপার জায়ান্টস। কলকাতার ক্রিকেটপ্রেমীদের জন্য এটি বড় স্বস্তির খবর।