খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ফের ভারতের অবস্থান খোলসা করলেন রাজীব শুক্লা

Rajeev Shukla revealed India's position again with the Champions Trophy

Truth Of Bengal: আগামী বছর পাকিস্তানে বসার কথা রয়েছে আইসিসি-র পরিচালিত চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু সেই টুর্নামেন্টে ভারত নিরাপত্তার কারণে পাকিস্তানে দল পাঠাবে না বলে আগেই ঘোষণা করেছিল। তারপর বিসিসিআই প্রস্তাব দিয়েছিল হাইব্রিড মডেল অনুসরণ করে ভারতের খেলাগুলি দেওয়া হোক।

এরই পাল্টা যুক্তি দিয়ে নিজেদের দাবিও জানায় পিসিবি। ফলে তৈরি হয় জট। যা থেকে এখনও কিছু চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারেনি আইসিসি। এর মধ্যেই সোমবার ফের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে মুখ খুললেন বিসিসিআই-র সহ সভাপতি রাজবী শুক্লা। তিনি ফের স্পষ্ট করে দেন বিসিসিআই তার আগের অবস্থান এক ইঞ্চিও সরবে না। এবং তাঁর আশা দ্রুত এই সমস্যার সমাধান করতে পারবে আইসিসি।

সংবাদমাধ্যমের কাছে বোর্ডের সহ সচিব জানান, পাকিস্তানে ২০২৫ সালে যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত যে ওই দেশে গিয়ে খেলবে না তা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। কেননা, আমাদের কাছে খেলার থেকেও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি। যে কারণেই বিসিসিআই বিরাট-রোহিতদের পাকিস্তানে যাওয়ার অনুমতি দিতে রাজি নয়। কিন্তু আমাদের পক্ষ থেকে যে হাইব্রিড মডেলের কথা বলা হয়েছে, আশাকরি সেই নিয়ে পিসিবির কিছু সমস্যা থাকলেও, তা আইসিসির মাধ্যমেই তার মীমাংসা হোক। কেননা বিসিসিআই চায় এই সমস্যার সমাধান খুব দ্রুতই মিটে যাক। আমরা আশাবাদী, দুই প্রতিবেশী দেশের মধ্যে কোনওরকম তিক্ততা ছাড়াই এই সমস্যার সমাধান হবে।

প্রসঙ্গত, ২৬.১১ মুম্বইয়ে সন্ত্রাসবাদী হামলার পরই ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ হয়ে যায়। এমনকি প্রতিবেশী দেশের মাটিতে ভারত দল পাঠানোও বন্ধ করে দেয়। কারণ কেন্দ্রীয় সরকার মনে করে পাকিস্তানের মাটিতে ভারতীয় ক্রিকেট দল ভ্রমণ করলে তাঁদের নিরাপত্তার ব্যাঘাত ঘটতে পারে। তবে বিভিন্ন টুর্নামেন্টে অন্যান্যদলগুলির মতো পরপস্পরের মুখোমুখি হয় এই দুই দেশও।

এখন দেখার বিষয় হল চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের দেওয়া হাইব্রিড প্রস্তাব নিয়ে শেষ পর্যন্ত আইসিসি চূড়ান্ত কি সিদ্ধান্ত নেয় তা সময় হলেই জানা যাবে ।

Related Articles