
Truth Of Bengal : আগামী আইপিএল-র জন্য তাদের নতুন জার্সি প্রকাশ করল রাজস্থান রয়্যালস। বুধবার এই নতুন জার্সি প্রকাশ করা হয়। নতুন জার্সি উদ্বোধনে উপস্থিত ছিলেন মরু শহরের দলটির কোচ রাহুল দ্রাবিড় এবং ডিরেক্টর শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। তবে ভারতীয় দলের হয়ে টি-টোয়েন্টি সিরিজ খেলতে ব্যস্ত থাকায় অধিনায়ক সঞ্জু স্যামসন এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
সূত্রের খবর, এবারের রাজস্থান রয়্যালসের জার্সির নকসা তৈরি করেছেন সেই রাজ্যের যোধপুরের একটি কলেজের ছাত্ররা। ২০২৫ সালের আইপিএল-এ রাজস্থানের জার্সিতে শোভা পেয়েছে মরুশহরের ঐতিহ্য ও সংস্কৃতির ছোঁয়া। দলের এই নতুন জার্সি উদ্বোধনের অনুষ্ঠানের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করা হয়েছে।
প্রসঙ্গত, আইপিএল যবে থেকে শুরু হয়, সেই প্রথম বছরেই খেতাব জয় করেছিল মরুশহরের দলটি। এবারও তারা দ্বিতীয়বারের ট্রফি জয় করার লক্ষ্যেই রয়েছে। এবং সেই কারণে দলের রিমোট কন্ট্রোল তুলে দেওয়া হয়েছে প্রাক্তন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়ের হাতে। দলও গড়া হয়েছে যথেষ্ট শক্তিশালী। এবারের রাজস্থান দলে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, ধ্রুব জুড়েল, সঞ্জু স্যামসন, নীতীশ রানা রিয়ান পরাগ, জোফ্রে আর্চার, হাসারাঙ্গার মতো খেলোয়াড়রা।