খেলা

পার্থের ২২ গজে নতুন ওপেনিং জুটিতে রেকর্ড রাহুল-যশস্বীর

Rahul-Yashasvir set new record in opening partnership at 22 yards in Perth

Truth Of Bengal: রবিবার পার্থের ২২ গজে ওপেনিং জুটিতে নতুন নজির গড়লেন যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুল। তৃতীয় দিনে এই দুজনের ওপেনিং জুটিতে উঠল ২০১ রান। এর আগে ১৯৮৬ সালে সিডনিতে ভারতের দুই প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর ও কৃষ্ণমাচারী শ্রীকান্ত জুটিতে তুলেছিলেন ১৯১ রান।

প্রসঙ্গত, এর আগে ১৯১২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্নে দুই ইংল্যান্ড ব্যাটসম্যান জ্যাক হবস ও রচর্ড মিলে জুটিতে তুলেছিলেন ৩২৩ রান। যা আজও অক্ষত রয়েছে। ওপেনিং জুটিতে অজিদের বিপক্ষে সর্বোচ্চ রানের ৫টি রেকর্ড রয়েছে ইংল্যান্ডের ঝুলিতে। এবং একটি রেকর্ড রয়েছে ভারতের ঝুলিতে। যে নজিরটি রবিবার পার্থের মাঠে করে দেখালেন দুই তরুণ ভারতীয় ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুল।

অপরদিকে ওপেনিং জুটিতে ভারতের সর্বাধিক রানের রেকর্ড রয়েছে ইংল্যান্ডের বিপক্ষে।  ১৯৭৯ সালে দুই ভারতীয় ওপেনিং ব্যাটসম্যান সুনীল গাভাসকর ও চেতন চৌহান জুটিতে উঠেছিল মোট ২১৩ রান।

এক নজরে দেখে নিন কোন বছর, কারা অস্ট্রেলিয়ার বিপক্ষে ওপেনিং জুটিতে করা সর্বাধিক রান করেছিলেন।

রান                     প্লেয়ার্স                                       দল            ভেন্যু           বছর

৩২৩        জেক হবস, উইলিফ্রড রচেডস            ইংল্যান্ড      মেলবোর্ন        ১৯১২

২৮৩        জেক হবস, হার্বাট সার্টক্লিফে               ইংল্যান্ড      মেলবোর্ন        ১৯২৫

২৩৪        বব বার্বার, জিওফ্রে বয়কট                   ইংল্যান্ড       সিডনি           ১৯৬৬

২২৩        বিল অ্যাথে, ক্রিস বোর্ড                        ইংল্যান্ড        পার্থ             ১৯৮৬

২০২৩      মিচেল আর্থারটন, গ্রাহাম গুচ              ইংল্যান্ড      অ্যাডিলেড     ১৯৯১

২০০১       যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল           ভারত           পার্থ             ২০২৪

Related Articles