
The Truth of Bengal: বিশ্বকাপের সঙ্গে সঙ্গে রাহুল দ্রাবিড়ের কোচের পদ শেষ হয়ে গেছে । তিনি সেই পদে আর থাকবেন কিনা অর্থাৎ চুক্তি পুনর্নবীকরণ করবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল । বিশ্বকাপে হারার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল জানিয়েছিলেন , তাঁর সমস্ত মনোযোগ ছিল টুর্নামেন্টের দিকে। সবে বিশ্বকাপ শেষ হল। এর পর চুক্তি বাড়াবেন কিনা তা ভেবে দেখেননি এখনো ।পরের বিশ্বকাপ অনেক দূরে । তারপর রাহুলের সঙ্গে বৈঠক করেন বোর্ডের কর্তারা। তবে এবার রাহুল যা বললেন তাতে ধোঁয়াশা তৈরি হয়েছে যথেষ্ট । তিনি বললেন এখনও সরকারি ভাবে তিনি কোনও চুক্তিতে সই করেননি।
বোর্ডের সঙ্গে একটা প্রাথমিক কথা হয়েছে মাত্র। কিন্তু এখনও কোনও চুক্তিতে সই হয়নি। হারের পর মন ভেঙেছে তার । কারণ সেমিফাইনালেও দুরন্ত গতি ছিল। এক্ই গতিতে পরের ফাইনাল ম্যাচ টাও জিতবে দল ; এমনটা আশা করলেও আশি হত হতে হয়েছিল। ফাইনালে আর পারেনি টিম ইন্ডিয়া। উল্লেখ্য ২০২৩ বিশ্বকাপ ফাইনাল পর্যন্তই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সঙ্গে চুক্তি রয়েছে রাহুল দ্রাবিড়ের। বিসিসিআই এর তরফ থেকে বার বার বলা হয়েছে রাহুল দ্রাবিড়কে কোচের পদে থাকতে ।তিনি কোচের পদে থাকবেননা বলেছিলেন সেই সিদ্ধান্তকে বদলানোর চেষ্টা করছে বোর্ড।
তিনি যেহেতু এখনো স্ই করেননি তাই ধোঁয়াশা কাটছে না । এদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে জাতীয় দলের কোচের দায়িত্ব সামলাচ্ছেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ। এর পর ডিসেম্বর মাসে ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজ খেলবে সেখানে দ্রাবিড়কেই কোচ হিসেবে চাইছেন বোর্ড কর্তারা । শুধু তাই নয় এর পর টি টোয়েন্টি বিশ্বকাপেও তিনিই নেতৃত্ব দিন এমনটাই চান সকলে । আগামী ৭ থেকে ৮ মাস মধ্যে টি-২০ বিশ্বকাপ রয়েছে। ফলত রাহুল নেতৃত্ব দিলে দলের উপকার ই হবে । কারণ তিনি দল টাকেই চেনেন , জানেন ।এদিকে লক্ষ্মণ অনেকটা সময় পাবেন নিজের মতন করে দল গুছিয়ে নেওয়ার। তবে এবার কি করবেন রাহুল তার তিনিই জানেন ।