খেলা

আফগান ক্রিকেটে নতুন নজির গড়লেন রহমত

Rahmat sets new precedent in Afghan cricket

Truth Of Bengal: আফগানিস্তানের ক্রিকেট ইতিহাসে নতুন নজির গড়লেন ব্যাটার রহমত শাহ। জিম্বাবোয়ের বিপক্ষে লাল বলের ক্রিকেটে ২৩১ রান করে অপরাজিত থাকলেন এই আফগান ব্যাটার। এর সঙ্গে সঙ্গেই আফগান ক্রিকেটের ইতিহাসে টেস্ট ক্রিকেটে কোনও ব্যাটার হিসেবে এটাই সর্বোচ্চ রান।

প্রসঙ্গত, রহমতের আগে সর্বোচ্চ ২০০ রান করেছিলেন হাসমতুল্লাহ শাহিদি। ২০০১ সালে মরু শহর আবুধাবিতে এই জিম্বাবোয়ের বিপক্ষেই সর্বাধিক এই করেছিলেন তিনি।

চলতি বছরের এই টেস্টে ৪১৬ বল খেলে ২৩১ রান করে অপরাজিত আছেন রহমত শাহ। তাঁর ইনিংসে রয়েছে ২৩টি চার ও তিনটি। রহমত একাই নন, আফগান ব্যাটার হিসেবে দূরন্ত শতরান পূর্ণ করে অপরাজিত থেকে প্রায় দেড়শো রানের দিকে এগিয়ে রয়েছেন আরও এক ব্যাটার হাসমাদুল্লা শাহিদি। তাঁর সংগ্রহ ১৪১ রান।

প্রসঙ্গত, জিম্বাবোয়ে প্রথম ইনিংসে ব্যাট করে ৫৮৬ রান করে। তাদের হয়ে জোড়া শতরান করেন উইলিয়ামস, বানেট এবং আরভাইন। এছাড়া অর্ধশতরান পূর্ণ করেন কারেন।

আফগানিস্তানের হয়ে সর্বাধিক তিনটি উইকেট ঝুলিতে পোড়েন আল্লা গাজানফার। এছাড়া দুটি করে উইকেট দখল করেন নাভেদ, জাহির খান, জিয়া-উর-রহমান।

Related Articles