
Truth Of Bengal: মঙ্গলবার রঞ্জি ট্রফিতে কোয়ার্টার ফাইনালে হরিয়ানার বিপক্ষে দূরন্ত শতরান হাঁকালেন অজিঙ্কা রাহানে। এই শতরানের সঙ্গে সঙ্গে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ৪১তম শতরান পূর্ণ করে ফেললেন মুম্বই ব্যাটার। ১৮০ বল খেলে ১০৮ রান করে সাজঘরে ফেরেন রাহানে। এর পাশাপাশি নরাহানে ২০০তম প্রথম শ্রেণির ক্রিকেট খেলে ১৪, ০০০ হাজার রানও পূর্ণ করে ফেললেন তিনি।
তবে সূর্য,রাহানে ছাড়াও এরপর মুম্বইয়ের হয়ে তৃতীয় সর্বাধিক রান করলেন শিভম দুবে। অর্ধ্বশতরান থেকে মাত্র ২ রানেই থামতে হল শিভমকে। উল্লেখ্য, অজিঙ্কা রাহানে ২০২৪-২৫ রঞ্জি ট্রফিতে মোট ১২টি ইনিংস খেলেছেন। তাঁর মোট রান ৪৩৭। যার মধ্যে একটি সেঞ্চুরি সহ দুটি অর্ধ্বশত রানও রয়েছে।
রাহানে জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলেছেন ২০২৩ সালের জুলাই মাসে। তবে ঘরোয়া ক্রিকেটে তিনি ধারাবাহিকভাবে অংশগ্রহণ করেছেন। শুধু রঞ্জি ট্রফির ম্যাচেই নয়, সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও দূরন্ত ছন্দে রয়েছেন এই ব্যাটার। এই টুর্নামেন্টের নয়টি ম্যাচে মাঠে নেমে তাঁর মোট রান ৪৬৯। গড় ৫৮.৬২। মুম্বইয়ের এই ক্রিকেটার ২০২৩ এবং ২০২৪ সালে চেন্নাইয়ের হয়ে খেলেছেন আইপিএল-এ। এবং ২০২৫ সালে তিনি কলকাতা নাইট রাইডার্সে নাম লিখিয়েছেন।