খেলা

নাইটদের নতুন অধিনায়ক হলেন রাহানে, সহ অধিনায়ক ভেঙ্কি

Rahane is the new captain of the Knights, Venky is the vice-captain

Truth Of Bengal: জল্পনার অবসান হল সোমবার। আসন্ন আইপিএল-এ তাদের নতুন অধিনায়কের নাম ঘোষণা করল কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট। এবারের আইপিএল-এ কেকেআর দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে অভিজ্ঞ ক্রিকেটার অজিঙ্কা রাহানেকে। এবং সহ অধিনায়ক নির্বাচিত হলেন দলের আর এক অভিজ্ঞ খেলোয়াড় ভেঙ্কটেশ আইয়ার।

চিত্র : সংগৃহীত

এই প্রসঙ্গে নাইটদের সিইও ভেঙ্কি মাইসোর জানান, ‘অজিঙ্কা রাহানের মত একজন সিনিয়র ক্রিকেটারকে নেতৃত্বের আসনে বসাতে পেরে আমরা দারুণ আনন্দিত। ক্রিকেটার হিসাবে তাঁর অভিজ্ঞতাকে এবার কাজে লাগাতে চাই। পাশাপাশি দলের সহ অধিনায়ক ভেঙ্কটেশ আইয়ারও যথেষ্ট অভিজ্ঞ খেলোয়াড়। দীর্ঘদিন আমাদের দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে। ফলে আমরা আশাবাদী রাহানে-ভেঙ্কি যুগলবন্দিতে আমরা এবারও সাফল্যের মুখ দেখতে পারব।’

দলের নেতৃত্বের আর্মব্যান্ড হাতে পাওয়ার পর নাইটদের নতুন দলনেতা অজিঙ্কা রাহানে জানান, ‘আইপিএল-এ খেলা দলগুলির মধ্যে অন্যতম সফল দল হল কলকাতা নাইট রাইডার্স। সেই দলের অধিনায়কের দায়িত্ব পেয়ে আমি দারুণ খুশি। আমাদের দল এবারও যথেষ্ট শক্তিশালী হয়েছে। আশাকরি দলের সকলের সঙ্গে মিলে-মিশে কাজ করে আবারও দলকে সাফল্য এনে দিতে পারব।’

Related Articles