
The Truth of Bengal: আইপিএলে সাফল্য প্রত্যাশা করে এর আগে পাঞ্জাব নতুন করে কোচ বদল করেছে। ২০২৪ এর আইপিএল কে পাখির চোখ করে সঞ্জয় বান্দাকে কোচের দায়িত্ব দেওয়া হয়েছে । বদল চলছে দীর্ঘ দিন ধরে। এবার ক্যাপ্টেন্সির দায়িত্ব থেকে সরানো হতে পারে শিখর ধাওয়ান কে। এমন্ই জল্পণা ছড়িয়েছে এ। পাঞ্জাব দলের দায়িত্ব তুলে দেওয়া হতে পারে স্যাম কুরানের উপর। পাঞ্জাব দলের হয়ে এর আগেও নেতৃত্ব দিয়েছেন তিনি। গত সিজনে যখন ধাওয়ানের চোট ছিল তখন নেতৃত্ব ছিল স্যামের উপর ।
সে দলকে নেতৃত্ব দিয়েছিল। এবার স্যামের উপরে দায়িত্ব দেওয়া হতে পারে বলে খবর । এর আগে অভিজ্ঞতাকে পাঞ্জাব কর্তারারা কোচের ক্ষেত্রে বাঙ্গারকে পছন্দের তালিকার শীর্ষে রেখেছিলেন । এর আগে বাঙ্গারের অভিজ্ঞতা রয়েছে পাঞ্জাবের ক্ষেত্রেই কোচিং এ । ক্যাপ্টেনসির ক্ষেত্রেও সেই বিষয়কেই মাথায় রাখা হচ্ছে। পাঞ্জাবের তরফে বলা হয়েছে , দলকে আরও শক্তিশালী করে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই আমার লক্ষ্য। আসলে দারুণ্যের খোঁজ করছিল পাঞ্জাব কিংস। সে খোঁজ করতে গিয়ে নাম উঠে আসে স্যামের ।
যেহেতু গতবছরের দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা রয়েছে তাই তার দিকেই ঝুঁকেছে কর্তৃপক্ষ। এবং ধাওয়ানির বয়সের কারণেই তারপরে আর ভরসা রাখতে পারছে না কর্তৃপক্ষ ; এমনটাই জানা গেছে।আইপিএলের নিলামের পরেও চলছে পরিবর্তন। কোনো খুঁত যাতে না থাকে সেদিকেই নজর কতৃপক্ষের। ২০২৪ এ ট্রফি জয়ের লক্ষ্যেই এখন থেকেই ময়দানের পারফরম্যান্স শক্ত করতে তৎপর কতৃপক্ষ।