খেলা

রঞ্জি না খেলায় শাস্তি!,চুক্তি থেকে বাদ পড়বেন শ্রেয়স- ঈশান

Punishment for not playing Ranji! Shreyas-Isha will be left out of the contract

The Truth of Bengal: আইপিএল শুরু হতে আর কিছুদিনের অপেক্ষা। সব দল চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে। খেলোয়াড়রাও প্রস্তুতি নিচ্ছেন। আর এই আবহেই ঈশান কিষাণ ও শ্রেয়স আইয়ার রঞ্জি খেললেন না। কিন্তু কেন ? ঈশান নিজের মানসিক ক্লান্তির কথা বলে ছুটি নিয়েছিলেন। শ্রেয়স কেন খেললেন না তা স্পষ্ট নয়। তবে এবার বোর্ড তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলেই জানা গেছে। আরো জানা গিয়েছে , ২০২৩-২৪ মরসুমের জন্য একটা  তালিকা তৈরি করবে বোর্ড।

সেটা খুব শীঘ্রই ঘোষিত হবে। সেই তালিকাতে বাদ পরতে পারেন এই দুই খেলোয়ার। এমনটাই মনে করা হচ্ছে । ফলে তাদের ক্রিকেট কেরিয়ার ভবিষ্যতে খুব একটা মসৃণ হবে না বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। তবে খেলোয়াড় রা আইপিএলের জন্য তৈরি হচ্ছেন বলেই খবর। সেকারণেই তিনি রঞ্জিতে খেললেন না। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে কিছু দিন আগেই বার্তা পাঠানো হয়েছিল, রঞ্জি ট্রফির ম্যাচ খেলে নিজেকে প্রমাণ করতে হবে ঈশানকে।

কিন্তু এদিকে তিনি সে সব কিছু যেন মানলেন্ই না খেললেন না রঞ্জি। ২০০৮ সাল থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের হাত ধরে উঠে এসেছেন একের পর এক তারকা। কেউ সুযোগ পেয়ে কাজে লাগিয়ে জাতীয় দলে পৌঁছেছেন আবার কেউ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। ঈশানের নজর রয়েছে আইপিএল টুর্নামেন্টের দিকে । ঈশান জাতীয় দল থেকে বাদ পড়ার পর তাকে নিয়ে বেশ আলোচনা হয়েছিল।

Related Articles