খেলা

ডর্টমুন্ড-এর কাছে আটকে গেল পিএসজি, ১ গোলে পরাজয় এমবাপ্পেদের

PSG stuck to Dortmund, Mbappe's defeat by 1 goal

The Truth of Bengal: ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগ-এ সিঙ্গেল এদুনা পার্কে মুখোমুখি হয় বরসিয়া ডর্টমুন্ড এবং প্যারিস সেন্ট জার্মান। ডর্টমুন্ডের বিরুদ্ধে হার মানতে হল এমবাপ্পেদের। এদিনের ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ শানাতে থাকে। কিন্তু অনেক চেষ্টা করেও গোল করতে পারছিল না কোনো দল। পিএসজি ডান দিক থেকে অনেকগুলি আক্রমণ করলেও ডর্টমুন্ড রক্ষণ ভাগের খেলোয়াড়রা একবারও নিজেদের জাল নড়তে দেয়নি।

১৯’ মিনিটে ডেম্বেলেকে আটকাতে গিয়ে ফাউল করে হলুদ কার্ড দেখেন ডর্টমুন্ড সাইড ব্যাক ইয়ান মাটসেন। ৩৬’ মিনিটে নিকো শ্লটারবেকের বাড়ানো লং বল থেকে গোল করে যান নিকলাস ফুলক্রুগ। ডর্টমুন্ড ১ গোলে এগিয়ে যায়। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে ড্রেসিং রুমে ফেরত যায় কালো-হলুদ বাহিনী। দ্বিতীয়ার্ধে, প্রথম থেকেই আক্রমণ করতে থাকে এমবাপ্পেরা। ৫০’ মিনিটে এমবাপ্পের ডান পায়ে নেওয়া শট পোস্টে লেগে ফিরত আসে।

ফিরতি বলে হাকিমির শট আবার পোস্টে লাগে। ৫৩’ মিনিটে ফেবিয়ান রুইজ ডর্টমুন্ড সাইড ব্যাক ইয়ান মাটসেনকে ফাউল করেন। তার জেরে হলুদ কার্ড দেখতে হয় তাঁকেও। ৫৮’ মিনিটে স্যাঞ্চোর শট ব্লক করে মারকিউনহস। ডেম্বেলে-রা ঘন ঘন আক্রমণ শানাতে থাকে। কিন্তু শেষ পর্যন্ত হার আটকাতে পারল না এমবাপ্পেরা। দ্বিতীয় লেগ-এ পার্ক দে প্রাঁস স্টেডিয়ামে ১ গোলে এগিয়ে থেকেই শুরু করবে ডর্টমুন্ড।

Related Articles